রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মোড়েলগঞ্জে শিশু অপহরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

মাদক কারবারিসহ তিন জেলায় গ্রেপ্তার ৬
স্বদেশ ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মোড়েলগঞ্জে শিশু অপহরণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

বাগেরহাটের মোড়েলগঞ্জে শিশু অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও মাদক কারবারিসহ তিন জেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জে বসতবাড়িতে ঢুকে পাঁচজনকে কুপিয়ে জখম করে মুনতাহার নামে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ইন্দুরকানি উপজেলার বালিপাড়া থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- ওই এলাকার ইউপি সদস্য আব্দুল জলিল (৪৫), মনির হোসেন (৪৫) ও পান্না মিয়া (৩২)।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, 'শিশু অপহরণের ঘটনায় ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।'

রংপুর প্রতিনিধি জানান, রংপুর ও নীলফামারীতের্ যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রংপুরর্ যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা গ্রাম থেকে ৬২২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোছা. শরীফাকে-(৪০) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়াও নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারেজ এলাকা থেকে এক হাজার ৩২৪ বোতল ফেনসিডিলসহ হুমায়ন কবির-(৩৪) ও সৈয়দ আলীকে-(৩৫) গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- সেলিনা বেগম-(৪৬) ও লাইলী বেগম-(৬০)। পুলিশ জানায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সাধুরবাড়ী থেকে ৭৫ পুড়িয়া গাঁজাসহ সেলিনা বেগম ও থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ লাইলী বেগমকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালীতে দোকানের ক্যাশবাক্স ভেঙে চুরি করার সময় এক যুবককে আটক করা হয়েছে। শনিবার কালুখালী বাজারের ব্যবসায়ী নির্মল সাহার দোকানে চুরির সময় তাকে আটক করা হয়। আটক চোর কুষ্টিয়া জেলার সদর থানার চরমিরপাড়া গ্রামের আ. হকের ছেলে ইব্রাহিম হক।

কালুখালী থানার এসআই শহিদুলস্নাহ ঘটনাস্থলে এসে চোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে