শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

মানিকছড়ি ডিসি পার্ক পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-টু্যরিজম পার্কে 'চারুছায়া রেস্তোরাঁ'র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম -যাযাদি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার 'ডিসি অ্যাডভেঞ্চার এন্ড ইকো-টু্যরিজম পার্ক' পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। এ সময় পার্কে ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য 'চারুছায়া রেস্তোরাঁ'র ভিত্তিপ্রস্তর স্থাপন ও পার্কের লেকে মৎস্য পোনা অবমুক্ত করেন তিনি। শনিবার দুপুর ২টায় ডিসি পার্কে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, 'মানুষ বিনোদন চায়। ভ্রমণপিপাসু, প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে। ফলে ভ্রমণপ্রিয়দের বিনোদনে পরিবেশ উন্নয়নসহ সরকার পর্যটনখাত সম্প্রসারণে কাজ করছে।'

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউএনও সৈয়দা সাদিয়া নূরীয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক ও মো. আবদুর রহিমসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে