সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
স্পোর্টস ডে ম পাবনা প্রতিনিধি নানা আয়োজনে পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে। সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও স্কয়ারের পতাকা উত্তেলন করেন স্কয়ার গ্রম্নপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মিজানুর রহমান। অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান মিন্টুসহ স্থানীয় বিশিষ্টজনরা। বাজারে অগ্নিকান্ড ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে অগ্নিকান্ডে শুক্রবার দুপুরে একটি হোটেলের গুদামঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মনিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান, দুপুর প্রায় ১২টায় নওদুলি বাজারের 'ভাই ভাই হোটেল'র নিচের গুদাম ঘরে হঠাৎ আগুন লাগে। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস অফিসের লোকজন এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করে আত্রাই থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রশিক্ষণ কর্মশালা ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় ডেস্কটপ পাবলিশিং, সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং বেসিক ফটোগ্রাফি বিষয়ক ৪ দিনব্যাপী ৩টি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন বাংলা ভিশন টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক। এ সময় বাংলাদেশ স্কাউটসের পরিচালক এএইচএম শাসুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক আবু সালেক, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক স্বপন কুমার দাস, ইউসুফ আলী এএলটি, মজিবুর রহমান, প্রমুখ। শীতবস্ত্র উপহার ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের ব্যক্তিগত উদ্যোগে দুই হাজার এতিম শিক্ষার্থী, অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার তিতাসের গাজীপুরস্থ জেলা পরিষদের ডাকবাংলোতে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। এসময় উপস্থিত ছিলেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। গণসংবর্ধনা ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১৪ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে দোহাজারী পৌরসভা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও জনসাধারণের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরুর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের পৌর মেয়র লোকমান হাকিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা যুবলীগ আহ্বায়ক তৌহিদুল আলম প্রমুখ। পরিচয়পত্র বিতরণ ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন- দেবিদ্বারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্যে দিয়ে স্মার্ট উপজেলা গড়ার কার্যক্রম শুরু করা হলো। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা'র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকেন কুমিলস্না অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কুমিলস্নার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। শীতবস্ত্র প্রদান ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, থানার ওসি শোনিত কুমার গায়েন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম ফারুক ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।