কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে লাইব্রেরি
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা (ফারাজী পাড়া) এলাকার জ্ঞান পিপাসু সব বয়সি মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরি ব্যবস্থা করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। ভাষার মাসে কুড়িগ্রাম জেলা পুলিশের এমন লাইব্রেরি উপহার পেয়ে খুশি স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল থেকে এ লাইব্রেরির কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম, ট্রাফিক ইন্সপেক্টর আনাম, সার্জেন্ট মোস্তাফিজ, স্থানীয় রাকিবুজ্জামান রণি, খমির উদ্দিন আহমেদ, নওশের আলী ফারাজী ও আব্দুর রহমান প্রমুখ।
স্থানীয় বাসিন্দা নবাব আলী ফারাজী বলেন, 'জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অবসর সময়ে আমরা লিটল ফ্রি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারব।'
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, 'লিটল ফ্রি লাইব্রেরি আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূরপ্রসারী করতে সহায়ক ভূমিকা পালন করবে।'
লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু,সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যৎমুখী বইসমূহ স্থান পেয়েছে। ভবিষতে এর কলেবর আরও বাড়বে বলে জানান তিনি।