শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ঝিনাইদহে চাল মিলে খাদ্যমন্ত্রীর অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ঝিনাইদহে চাল মিলে খাদ্যমন্ত্রীর অভিযান

ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে একটি চাল মিলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

চালের বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শুভ প্রগতি এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড নামে রাইচ মিলে ধারণ ক্ষমতার অতিরিক্ত ধান মজুদ রাখা ও চালের সঠিক হিসেব না রাখার অভিযোগে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

হাটগোপালপুর বাজারে অভিযান শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, 'এই রাইচ মিলে ধারণ ক্ষমতার অতিরিক্ত ধান মজুদ পাওয়া যায়। এ কারণে তাদেরকে কৃষি বিপণন আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা অতিদ্রম্নতই প্রশাসনের করে দেওয়ার কমিটির মাধ্যমে এই ধান ক্রাশিং করে দ্রম্নতই চাল বাজারজাত করবে। নিয়মিতই তারা যেন এটি অব্যাহত রাখে সে নির্দেশনাও দেওয়া হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে