২ জেলার সড়কে শিশুসহ দুইজনের মৃতু্য
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যবসায়ীর ও কিশোরগঞ্জের নিকলীতে পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। শুক্রবার উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার মুকুন্দিয়া গ্রামের মৃত মোনছের মলিস্নকের ছেলে আকবর মলিস্নক (৬০)। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ বাজারে কাপড়ের ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শী জানান, 'আমি অটোরিকশার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলাম। তখন দেখি ওই ব্যবসায়ী গোয়ালন্দ থেকে মহাসড়কের এক পাশ দিয়ে বাইসাইকেল চালিয়ে আসছে। এমন সময় অপরদিক থেকে আসা বাসটি হঠাৎ করে তাকে দ্রম্নত গতিতে ধাক্কা দেয়। সে তখনই বাইসাইকেলটি নিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে রাজবাড়ী আলাদীপুর হাইওয়ে থানার এসআই এম আল মাহমুদ বলেন, 'আমরা পরিবহণটিকে আটক করেছি। তবে চালক ও সহকারী দুইজনেই পলাতক। মরদেহটি সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।'
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের নিকলীতে পিকআপ চাপায় আবদুলস্নাহ মিয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের আবহাওয়া অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুলস্নাহ মিয়া নিকলী উপজেলা সদরের ষাইটধার গ্রামের আগলাপাড়ার সোলায়মান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আবদুলস্নাহ মিয়া আবহাওয়া অফিস এলাকা থেকে বাড়িতে ফিরছিল। সড়ক পার হওয়ার সময় একটি পিকআপ গাড়ি চাপা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিকলী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, 'পিকআপের চালক অপু চন্দ্র দাসের বিরুদ্ধে নিহতের পিতা সোলাইমান মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে।'