রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

তারাকান্দায় ভাঙা সেতু যেন মরণফাঁদ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ময়মনসিংহের তারাকান্দায় কামারিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠাকালি সেতু -যাযাদি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কোদালধর বাজার-কাশিগঞ্জ বাজার সড়কের কামারিয়া খালের ওপর নির্মিত হয়েছে কাঠাকালি সেতু। কিন্তু সেতুটির উভয় পাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে আছে। রেলিং ছাড়া ওই সেতুতে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শুক্রবার রাতে ৫০০ বস্তার সিমেন্টবাহী একটি ট্রাক যাওয়ার সময় সেতুটির অর্ধেক অংশ ভেঙে পড়ে যায়। এতে এলাকার প্রায় ১৫টি গ্রামের মানুষের চলাচলের মাধ্যম এই সেতুটি।

সরেজমিনে দেখা গেছে, কোদালধর বাজার-কাশিগঞ্জ সড়কে কামারিয়া খালের ওপর কাঠাকালি সেতুর উভয় পাশে রেলিং না থাকায় এবং সেতুর একাংশ ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রেলিং ছাড়া সেতুটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। শত শত যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই খালের ওপর কাঠাকালি সেতুটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়েছে। এরপর তিন দশক ধরে মানুষ ও যানবাহন চলাচল করছে সেতুটি দিয়ে।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, রেলিং না থাকায় ভ্যান, রিকশা, ইজিবাইক সেতুর ওপর ওঠে প্রায়ই খালে পড়ে যায়।

পশ্চিম কামারিয়া গ্রামের সাইফুল ইসলাম বলেন, সেতুটি অত্যন্ত ঝুঁঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন আশেপাশের প্রায়ই ১০ থেকে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন জীবনের ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় সেতুটির বাকি অংশ ভেঙ্গে খালে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ব্যাটারিচালিত অটোরিক্সা চালক রোমান বলেন, 'আমরা প্রতিদিন জীবনের ঝুঁঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করি। এখন সেতুর অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁঁকি আরো বেড়ে গেল। যখন সেতুতে গাড়ি নিয়ে উঠি, তখন ভয় করে। সেতুর ওপর দিয়ে এখন একটা গাড়ি চলাচল করা খুবই ঝুঁঁকিপূর্ণ হয়ে গেছে।

কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি ডাক্তার বলেন, 'এ এলাকার ১৫টি গ্রামের লোকজন সেতু দিয়ে যাতায়াত করে। সেতুতে রেলিং না থাকায় এবং অর্ধেক অংশ ভেঙে যাওয়ায় আমরা অনেক বিপদে আছি। বড় কোনো দুর্ঘটনার আগেই যেন সংস্কার বা নতুন একটি সেতু নির্মাণ করা হয়।'

কামারিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সরকার বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা বলা হয়েছে।

তারাকান্দা উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, ওই একটি সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে