চাঁদপুরের মতলব উত্তরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের বাসাইলে ও বাগেরহাটের মোংলা বন্দরে আরও দুইজনের মৃতু্যর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
মতলব (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের মতলব-উত্তরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে। শুক্রবার উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়ায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৬০) ওই এলাকার মৃত নূর হোসেন প্রধানের ছেলে। ঘাতক তার ছোটভাই শুক্কুর হোসেন (৪৫)।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু হচ্ছে এবং আইনগত ব্যবস্থা চলছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার শহরের লাবনী পয়েন্টের কাছে অবস্থিত আবাসিক হোটেল সীগাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৮টায় লাশটি উদ্ধার করে টুরিস্ট পুলিশ।
নিহত গাজী এম শওকত হাসান তিনি কুমিলস্না দুর্গাপুর অশোক তলার মৃত গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিটি ব্যাংকের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা যায়। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক গাজী এম শওকত হাসান হঠাৎ হোটেলের ৩০৮নং কক্ষে তৃতীয়তলায় অসুস্থ হয়ে পড়ে। এ সময় অসুস্থতার খবর কর্তৃপক্ষ জানতে পেরে হোটেল স্টাফদের সহায়তায় চিকিৎসার জন্য দ্রম্নত কক্সবাজার সদর হাসপাতাল নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, 'এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইলে কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসাধীন শিক্ষার্থী জিজান হাসান দীপ্ত (১৮) মারা গেছেন। শুক্রবার হামলার ঘটনার ৯ দিন পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃতু্য হয়।
নিহত জিজান হাসান দীপ্ত সখীপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম মলিস্নকের ছেলে। দীপ্ত ঢাকায় বিজিবি পিলখানায় অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। দীপ্ত মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, সকালে জিজান হাসান দীপ্তর মা ও বাবা তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন। হামলার ঘটনায় দীপ্তর মা বাদী হয়ে ৮ জনের নাম উলেস্নখসহ আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় বহিঃনোঙ্গরে হংকং পতাকাবাহী একটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সিড়ি থেকে পড়ে শামীম আলী (৪৭) নামে একজন সার্ভেয়ার নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শামীম কুষ্টিয়া জেলার মিরপুর এলাকা রুহুল আলীর ছেলে।
মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, বন্দরের হাড়বাড়িয়া-৫ বহিনোঙ্গরে থাকা বিদেশি জাহাজে কাজ করাকালে ঝুলন্ত সিড়ি দিয়ে নিচে নামতে গিয়ে সার্ভেয়ার শামীম আলী একটি লাইটার জাহাজের ওপর পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্পিডবোটযোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।