শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পুরস্কার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সব অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ

ম মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ব্র্যাকের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ৯শ'জন হতদরিদ্র মানুষ শীতবস্ত্র হাতে নিয়ে বাড়ি ফেরেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির জিএম নাজমুল হুসাইন, এরিয়া ম্যানেজার মহাদেব দাস, এরিয়া ম্যানেজার (প্রগতি) জোসনা বেগম, শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান, তারক চন্দ্র সানা, মোক্তার হোসেন, ডিসট্রিক্ট ম্যানেজার অচিন্ত্যকুমার বোস প্রমুখ।

নির্মাণ কাজ উদ্বোধন

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় কাজীপাড়া (বাংলাপাড়া) জামে মসজিদের স্মার্ট কমপেস্নক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। মসজিদ কমিটির সভাপতি মোলস্না ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলস্নামা আজাদ ইকবাল লাবু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, বিরল প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আতিউর রহমান প্রমুখ।

বিজ্ঞান মেলা

ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আশরাফুল আলম প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কৃষক প্রশিক্ষণ

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে উন্নতি প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে প্রশিক্ষণে অনলাইনে উপস্থিত থেকে পাটচাষিদের সঙ্গে কথা বলেন প্রধান অতিথি ঢাকা পাট অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মেদ। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার ১৫০ জন পাটচাষি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ছরোয়ার হোসেন ছেদুর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ মামুন খোকন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসাইন, ইউপি সদস্য আব্দুল আউয়াল, নাজমা বেগম প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ২৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া থানার অফিসার ওসি মহসীন হোসেন, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ঝুমুর।

ক্রিকেট টুর্নামেন্ট

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা শহরের দয়াময় আশ্রম মাঠে বুধবার সন্ধ্যায় সুবীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুলস্নাহ আল সিয়াম। বিশেষ অতিথি ছিলেন যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহনেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নন্দন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা জোনায়েদ মৃধা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী নেতা আব্দুর রউফ। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন সম্পন্ন

ম শাবি প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন। বুধবার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আ ফ ম সালাউদ্দিন ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তাপস তালুকদার। নতুন কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী (শিশির) ও কোষাধ্যক্ষ আব্দুর রশিদ। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন তাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মুর্শেদ আহমদ, ইউনুস আলী, মখলিছুর রহমান ও মোহাম্মদ আশরাফুল হক।

প্রিমিয়ার লীগ

ম রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্রিকেট প্রিমিয়ার লিগ শুরু হবে আজ। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক শফিকুর রহমান বাদশা প্রধান অতিথি হিসেবে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর। টুর্নামেন্টে বিভাগের মোট ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- পেস্নটোস পাইথন, এরিস্টটল কিংস, ম্যাকিয়াভেলি মারভেলাস, রুশো রাইডার্স, হবস্‌ লায়ন্স, মন্টেস্কিউ মাউন্টেন, সক্রেটিস সোলজারস ও লকেচ'স থান্ডারস।

কার্যক্রম উদ্বোধন

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগের তত্ত্বাবধানে 'ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট'-এর আওতায় ৩০ সদস্যবিশিষ্ট কৃষি গ্রম্নপের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের কেবলপুর গ্রামে গ্রম্নপের সভাপতি সুরুজ খাঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা নূর খান ও সজল মিয়া। আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কবীর মিয়া, সম্পাদক মুকশেদ মিয়া, কোষাধ্যক্ষ মিজান মিয়া, সদস্য আকলিমা খাতুন ও নাজমুল হক।

পুলিশিং সমাবেশ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় চুরি, মাদক, সন্ত্রাসবিরোধী ও নারী নির্যাতন রোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নকলা থানা পুলিশের আয়োজনে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। নকলা থানার উপ-পরিদর্শক সুমন আহমেদের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

বিদায় সংবর্ধনা

ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছারকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে রামগড় উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফর আলী মনির, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার.) নুরুল হক গাজী প্রমুখ।

ওষুধ বিতরণ

ম নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শালস্না ইউনিয়ন পরিষদ হলরুমে এই ক্যাম্পের উদ্বোধন করেন শোলস্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। সবুজ তুহিন ড্রাগ স্টোরের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. হর গোবিন্দ সরকার অনুপ। এই ক্যাম্পে প্রায় একশ বিশজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জন্মবার্ষিকী পালিত

ম স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও কেককাটা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজতান্ত্রীক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপ-প্রধান অ্যাড. রবিউল আলম। সভাপতিত্ব করেন কর্নেল জামিল স্মৃতি সংসদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এএইচএম মুযহারুল ইসলাম মন্টু ও ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

কাজ উদ্বোধন

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলার উন্নয়ন মহা-পরিকল্পনা প্রনয়নের জরিপ কাজের উদ্ধোধন করা হয়েছে। আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জরিপ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. তানিয়া নাজনীন চৌধুরী রেখা, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোস্তাকিন বিলস্নাহ প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এরই ধরাবাহিকতায় আটপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলায় পরিনত করা হবে।

পিঠা উৎসব

ম ঠাকুরগাঁও প্রতিনিধি

বাঙালীর খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন চত্বরে তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। ভার্চুয়াল পস্ন্যাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

উৎসবে চিতুয়া, ভাপা, পাটিসাপটা, কুলি, তেলপিঠা, দুধপিঠা, গড়গড়িয়া, মিষ্টিআলুর পিঠা,পাকোয়ান, বেগম পিঠাসহ এ অঞ্চলের ঐতিহ্যবাহী নানা রং ও আকারের সুস্বাদু পিঠার সমাহার দেখা যায়।

এতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের আটটি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

বিজ্ঞান মেলা

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ প্রমুখ। এর আগে অতিথিরা বিজ্ঞান মেলার বিভিন্ন পরিদর্শন করেন এবং আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কম্বল বিতরণ

ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ইয়াকুব আলী প্রামাণিক। বুধবার সন্ধায় উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মধুপুর গুচ্ছ গ্রামে এসব বিতরণ করা হয়। ইয়াকুব আলী প্রামাণিক উপজেলার নিলাম্বরপুর গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত অডিট অ্যান্ড একাউন্টস অফিসার। এদিন তিনি মধুপুর গুচ্ছগ্রামে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া নির্বাচনে প্রচার প্রচারণার লক্ষ্যে নিজের পরিচয় ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। টুর্নামেন্টে মোট ২৪টি টিম পৃথক ৪টি গ্রম্নপে ৬০টি ম্যাচ খেলবে। এর মধ্যে চ্যাম্পিয়ন টিমের জন্য রয়েছে ১ লাখ টাকা এবং রানার্স আপ টিমের জন্য রয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে