শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
সুন্দরগঞ্জে আগুনে দগ্ধ হওয়া বৃদ্ধের মৃতু্য

কুমিলস্নায় ছুরিকাঘাতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ী খুন

স্বদেশ ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
কুমিলস্নায় ছুরিকাঘাতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ী খুন

কুমিলস্নায় ছুরিকাঘাতে কক্সবাজারের একজন ব্যবসায়ী খুন হয়েছেন। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আগুনে দগ্ধ হওয়া বৃদ্ধের মৃতু্য হওয়ার খবর পাওয়া গেছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, কুমিলস্না ও দেবিদ্বার প্রতিনিধি জানান, কুমিলস্নায় কক্সবাজারের মো. মুছা আলী নামের এক ব্যবসায়ী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে জেলার দেবিদ্বার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাগুর বাস স্টেশন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মুছা কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। তিনি টেকনাফের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কাপড় ও জুতার ব্যবসা করতেন। দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে এসে খুন হন ওই ব্যবসায়ী।

নিহতের স্ত্রী নাজিয়া আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, তার স্বামী মো. মুছা আলী বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিচিত একজনের মোবাইল ফোনে কল পেয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তার মোবাইল থেকে স্ত্রীর মোবাইলে কল করে এক ব্যক্তি জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে ১০ মিনিট পর ছেড়ে দেওয়া হবে। পরে অপহরণকারীদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৩০ হাজার টাকা পাঠানো হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে তারা হত্যাকান্ডের খবর পান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কয়েকজন যুবক ওই ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, তার স্বামী ঢাকা ও কুমিলস্না থেকে কাপড়, জুতা ও কসমেটিকস নিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের পাশের দোকানে বিক্রি করতেন। বুধবার রাতে সোহেল নামের একজন পরিচিত ব্যক্তির কল পেয়ে বাসা থেকে বের হন। যারা তার স্বামীকে আটক করেছিল তারা প্রথমে ১০ লাখ টাকা চেয়েছিল, পরে এক আত্মীয়ের মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানোর পরও তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গত রোববারও কুমিলস্নার আদালতে একটি মাদক মামলার হাজিরা ছিল। ওসি আরও জানান, এ হত্যাকান্ডের ঘটনায় জড়িতরা নিহত মুছা আলীর পূর্বপরিচিত ছিল। হত্যাকান্ডের পেছনে মাদক কিংবা আর্থিক বিরোধ থাকতে পারে কি না বা কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মাস্টারপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া মো. আবদুল মোত্তালেব মিয়া (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মৃত আবদুস সালাম মিয়ার ছেলে।

জানা গেছে, আবদুল মোত্তালেব মিয়া গত ২৫ জানুয়ারি বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় পাঠান। পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুর রশীদ রেজা সরকার ডাবলু মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে