শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের টাকা ফেরত দিলেন ইউএনও

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াতের টাকা ফেরত দিলেন ইউএনও

সুনামগঞ্জের মধ্যনগরে সংসদ নির্বাচনে ভোটগ্রহণকারী প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রাপ্য যাতায়াত ভাতার টাকা ফেরত দেওয়া শুরু করেছেন ইউএনও অতীশ দর্শী চাকমা। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মধ্যনগরের ইউএনওর অস্থায়ী কার্যালয়ে চারটি ভোট কেন্দ্রের ১১৫ জন ভোটগ্রহণকারী কর্মকর্তার মাঝে যাতায়াত ভাতার ২ হাজার টাকা করে ফেরত দেওয়া হয়। আগামী ৮ ফেব্রম্নয়ারির মধ্যে বাকি ২২টি কেন্দ্রের কর্মকর্তার মাঝে তাদের যাতায়াত ভাতার টাকা ফেরত দেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।

উলেস্নখ্য, মধ্যনগরে ২৬টি কেন্দ্রে ৫১২ জন ভোটগ্রহণকারী হিসেবে দায়িত্ব পালন করন। ওই সব কর্মকর্তাদের জন্য জনপ্রতি দুই হাজার টাকা করে যাতায়াত ভাতা বরাদ্দ ছিল। কিন্তু নির্বাচনের দিন ইউএনও অতীশ দর্শী চাকমা ওই সব কর্মকর্তাদের কাছ থেকে যাতায়াত ভাতার মাস্টাররোলে স্বাক্ষর নিলেও যাতায়াত ভাতার টাকা পরিশোধ করেননি। এ নিয়ে গত ৯ জানুয়ারি যায়যায়দিনে সংবাদ প্রকাশ হওয়ার পর ইউএনও কর্মকর্তাদের কার্যালয়ে ডেকে নিয়ে টাকা দেওয়ার প্রতিশ্রম্নতি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে