চকরিয়ায় হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী আসামি

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় লাঠির আঘাতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের মেয়ে কাজল বেগম বাদী হয়ে রুহুল কাদের ও তার স্ত্রী বিয়াশা বেগমকে আসামি করে থানায় মামলা করেন। এর আগে আটক রুহুল কাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রুহুল কাদের ওই এলাকার মো. ওবাইদুলস্নাহর ছেলে। বুধবার উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলীর স্ত্রী শামশুন্নাহার বেগম বলেন, 'এক নারীর কাছ থেকে আমি টাকা পাই। বাড়ির অদূরে রাস্তার ওপর টাকার বিষয়ে তার সঙ্গে কথা বলছিলাম। এক পর্যায়ে কথাকাটাকাটি হয়। এ সময় রুহুল ও তার স্ত্রী বিয়াশা এসে অতর্কিত আমার স্বামী মোহাম্মদ আলীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, স্বামী-স্ত্রী দু'জনকে আসামি করে মামলা করা হয়েছে।