নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্না ঘরের চুলার পাড়ে থাকা গ্যাস লাইটার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে এক কৃষকের বসতঘরসহ আশপাশের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আ. করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করলেও ততক্ষণে একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি বারান্দার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল হাসান জানান, পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে আক্রান্ত ঘরগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় এক মেকানিকের বসতঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরদুয়াইর গ্রামের পুরাতন মেশিন ও যন্ত্রাংশ মেরামতকারী সাইফুল খানের বাড়িতে সন্ধ্যায় এ অগ্নিকান্ড ঘটে। এ সময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ানক ছিল যে, সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন দ্রম্নত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।