শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
ধামরাইয়ে অবৈধ ৭ ইটভাটা ধ্বংস ও জরিমানা দাউদকান্দিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁয় অবৈধভাবে ধান মজুত করায় দু'জনের জরিমানা, গুদাম সিলগালা

স্বদেশ ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
নওগাঁয় অবৈধভাবে ধান মজুত করায় দু'জনের জরিমানা, গুদাম সিলগালা

নওগাঁয় অবৈধভাবে ধান মজুত করায় দুই ব্যবসায়ীকে জরিমানা ও গুদাম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঢাকার ধামরাইয়ে অবৈধ সাত ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে ও ভাটা মালিকদের জরিমানা করা হয়। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ধান মজুত করার অপরাধে দুই চালকল মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাঁপানিয়া এলাকায় অবৈধ মজুতবিরোধী অভিযান দু'টি চালকল মিলে অভিযান চালানো হয়। এ সময় অন্তর চালকল মিলের গুদামে অবৈধভাবে ১৮৩ টন ধান মজুত পাওয়া যায়। পরে তাকে এক লাখ টাকা জরিমানা ও গুদাম সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও পাশের ফারুক চালকল মিলের গুদামে ৮২ টন ধানের অবৈধ মজুত পাওয়া যায়। পরে তাকে ৬০ হাজার টাকা জরিমানা এবং আগামী ১০ দিনের মধ্যে মজুত ধান বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়। অভিযানে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে বায়ুদূষণকারী অবৈধ সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে ভাটা মালিকদের ৪৫ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বৃহস্পতিবার ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকার পাঁচটি ও পাশের রাঙামাটি এলাকার দু'টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক (উপসচিব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, সহকারী পরিচালক মোজাফফর খান ও পরিদর্শক প্রতীক ইসলাম প্রমুখ।

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি উপজেলার শহীদনগরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহীদনগর নামক স্থানে সওজের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে ৫০টি নির্মিত দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিক-নির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে কুমিলস্না সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এএসপি এনায়েব কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান, দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস এবং দাউদকান্দি পলস্নী বিদু্যৎ সমিতির একটি দল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কুমিলস্না পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে