শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

যারা দাঙ্গা-হাঙ্গামা করে তারা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না :ধর্মমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান -যাযাদি

যারা দাঙ্গা হাঙ্গামা করে তারা তাবলীগ জামাতের অনুসারী হতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, 'সারা বিশ্ব থেকে আগত মুসলিস্নরা যেন তিল পরিমাণ কষ্ট না পায় সেজন্য প্রতিটি দপ্তর, জনপ্রতিনিধিকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসায় সরকারি-বেসরকারি সহযোগী থাকছে। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ক) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ওয়াকফ প্রশাসক আবু সালেহ মহিউদ্দিন খাঁ।

উলেস্নখ্য, এবার বিশ্ব ইজতেমায় মুসলিস্নদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও বিভিন্ন সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোসহ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা থাকছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে