শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

হাসপাতালে আরও ২০ ডেঙ্গু রোগী

যাযাদি ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাসপাতালে আরও ২০ ডেঙ্গু রোগী

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন; এ সময় রোগটিতে কারও মৃতু্য হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৯ জন ঢাকায় ও ১১ জন বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৫৫ জন হাসপাতালে ভর্তি হলেন। বুধবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪২ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৭১। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছেন; তাদের মধ্যে ৮ জনের মৃতু্য হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে