ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্যারিস খাল দ্রম্নত উদ্ধার করা হবে। আগামীকাল শুক্রবার থেকে খাল পরিষ্কারকরণ শুরু হবে। আমি নিজেও আসব। আশা করছি- এলাকাবাসী আমাদের সঙ্গে থাকবে। বুধবার মিরপুরের প্যারিস খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালটির প্রস্থ ৪০ ফিট হলেও কোনো কোনো জায়গায় ১০-১১ ফিট আছে। এতে এলাকাবাসীর সহযোগিতা খুব প্রয়োজন। যখন মেশিন আসবে তখন তাদের নানা বিপত্তিতে পড়তে হবে। খাল দখল কোনো সমাধান না। উচ্ছেদ না করা ছাড়া আর কোনো সমাধান নেই। যারা এখানে বসবাস করেন, তাদের চলে যেতে হবে। কারণ ভাঙা শুরু করলে থাকার কোনো অবস্থা থাকবে না।
তিনি আরও বলেন, উদ্ধারের পর খালের পাশে ওয়াকওয়ে করা হবে। নগরের অন্যান্য খালগুলো যেভাবে সংস্কার করা হয়েছে, এখানেও তাই করা হবে। ঢাকার যেসব খাল এভাবে দখল করা হয়েছিল, সবগুলোই কিন্তু ধীরে ধীরে আমরা উদ্ধার করেছি। ভবিষ্যতে স্থায়ীভাবে এসবের সমাধান করা হবে।