সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণ
\হঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে অসহায়, গরিব ও দুস্থ পলস্নী মঙ্গল কর্মসূচির উদ্যোগে ঝিনাইদহ ও যশোর অফিসের ৫০০ সদস্যকে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ঝিনাইদহ সদর শাখা অফিসে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন পলস্নী মঙ্গল কর্মসূচির উপ-পরিচালক ফিরোজ আল মামুন। উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, পিএমকের ঝিনাইদহ জেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুন উর-রশীদ, সদর ব্যবস্থাপক দিলশাদ আলী প্রমুখ।
মিলাদ মাহফিল
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় করোনেশান কৃষ্ণ প্রাসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওই বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বারহাট্টা করোনেশান কৃষ্ণ প্রাসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক খান, সাবেক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আব্দুল কাদের, অবসরপ্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল বক্তব্য রাখেন।
সনদপত্র প্রদান
ম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজাপুর উপজেলায় (অনূর্ধ্ব-১৫) ছেলেদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানার ওসি আতাউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, সবুর হাওলাদার, খলিলুর রহমান, মো. অলি প্রমুখ।
মাসিক সভা
ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসি ল্যান্ড রুপম কুমার দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ওসি মাইদুল ইসলাম।
বিদায় সংবর্ধনা
ম বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
বাঘাইছড়িতে মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল শরীফ উলস্নাহ আবেদের বিদায় সংবর্ধনা ও নবাগত মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল আতিকুর রহমানের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। অনুষ্ঠানে বিদায়ী ও প্রধান অতিথি ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল শরীফ উলস্নাহ আবেদ এবং গেস্ট অব অনার ছিলেন কমান্ডার লে. কর্নেল আতিকুর রহমান। বিশেষ অতিথিরা ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জমির হোসেন, থানার ওসি ইশতিয়াক আহমেদ, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাস প্রমুখ।
কৃষক প্রশিক্ষণ
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরের 'কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প' এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ সভাকক্ষে প্রধান অতিথি শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবি এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা প্রমুখ ছিলেন।
কাজের উদ্বোধন
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের আওতায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার নওদাপাড়া চারমাথা হতে দবির উদ্দিনের বাড়ি পর্যন্ত ৫শ' মিটার এ এইচবিবি কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক। এ ইউএনও জান্নাত আরা তিথি, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, নওদাপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেকেন্দার আলী প্রমুখ ছিলেন।
মতবিনিময় সভা
ম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া মতবিনিময় করেছেন বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে। বুধবার পৌর শহরে মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে ফুল তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ওসি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা খুদিরাম পাল প্রমুখ।
শীতবস্ত্র উপহার
ম পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ-চায়না ফেন্ডশীপ সেন্টারের সহযোগিতায় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থায়নে পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ-চায়না ফেন্ডশীপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচ এম জাহাঙ্গীর আলম রানা শীতবস্ত্র দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে তুলে দেন। বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
পুরস্কার প্রদান
ম হবিগঞ্জ প্রতিনিধি
ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ সিজন-১ এর খেলায় বিজয়ী হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও রানার্সআপ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, ডিপিএইচই-এর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন।
বিদায় সংবর্ধনা
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নবীপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আশফাকুর রহমান সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নবীপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী। নবীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো. মিজানুর রহমান মানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মাহতাবউদ্দীন সরকার, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, মোরশেদ উল আলম, রফিকুল ইসলাম, আবু সাঈদ, হেলালউদ্দীন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
পুরস্কার বিতরণ
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় প্রধান অতিথি ও সভাপতিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
বিদায় অনুষ্ঠান
ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বেলগাছী মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় মাদ্রাসা মাঠে প্রতিষ্ঠানের সুপার মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপস্নব, উপজেলা শ্রমিকলীগের সদস্য-সচিব কারিমুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবল প্রমুখ।
বৃত্তি প্রদান
ম দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ১০মবারের মতো হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৭০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। ইউএনও নাফিসা নাজ নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর মুহাম্মদ এ রুমী আলী। বিশেষ অতিথি ছিলেন ফজলে রব, নওশাদ মাহমুদ অনু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী
ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ডিমলা প্রেস ক্লাব'র ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, ডিমলা থানার ওসি দেবাশীষ রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু হোসেন প্রমুখ।