সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
মেলা উদ্বোধন
\হআটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, সাপ্তাহিক বিজ্ঞানমেলা এবং অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম ফখরুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল সাত্তার মিয়া, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন প্রমুখ।
সংগঠনের নির্বাচন
ম হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
ঢাকাস্থ হাইমচর উপজেলার সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এজেডএম আজিজুর রহমান। ২০২৪-২০২৫ সেশনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। বুধবার সমিতি গঠিত নির্বাচন কমিশন সমিতির ৫ম বার্ষিক সাধারণ সভায় আজিজুর রহমানকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
শীতবস্ত্র প্রদান
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিসিডিবির আয়োজনে ২৫০ জন দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। সোমবার বিকালে পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিডিবির পিএম এস এম মনোয়ার হোসেন, জলবায়ু পরিবর্তন প্রকল্পের প্রধান মো. ফয়জুলস্নাহ তালুকদার, ইউপি সদস্য মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার সদর উপজেলার রাজুর বাজারে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনায় মঙ্গলবার খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের আগ্রহী প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে ৩০ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়। বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. আলতাফ উন-নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হয়।
সমন্বয় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যদিকে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মুনিরুজ্জামান। এ সময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানার ওসি আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ন কবির, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণ
ম বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'আমি নই আমরাই সেবা সংঘ'র উদ্যোগে উপজেলার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক সুফল বিশ্বাস, আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল রহমান, অমল বিশ্বাস, অন্তত বিশ্বাস, আব্দুল হাই, সজীব বিশ্বাস, তারেক হোসেন, রুহুল আমিন, অনামিকা বিশ্বাস, অঙ্কন রায়, অয়নদ্বীপ বিশ্বাস প্রমুখ।
\হ
আইনশৃঙ্খলা সভা
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ।
শিক্ষার্থীদের উপহার
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থীকে এ শীতবস্ত্র দেওয়া হয়। বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আনছারী। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌসী বেগম, কোষাধ্যক্ষ মাহবুবা আক্তার, সদস্য জেসমিন সুলতানা, আর্জিনা খাতুন, শারমিন সুলতানা, মাফিয়া খাতুন প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলস্না করোনেশন স্কুল অ্যান্ড কলজের ১১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে বলস্না করোনেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চান মাহমুদ পাকির প্রতিযোগিতার উদ্বোধন করনে। এ সময় বক্তব্য রাখেন বলস্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু, বলস্না বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সরোয়ার হোসেন আনিছ, সাবেক শিক্ষক মোশারফ হোসেন রঞ্জু, বলস্না ইউপি সদস্য নাসিমা আক্তার রুনু, আবু বক্কর প্রমুখ।
বৃত্তি প্রদান
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ৫ম মেধা যাচাই প্রতিযোগিতায় উওীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান মনুমুখ ইউনিয়ন অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন জুনুর সভাপতিত্বে ও সোনার বাংলা আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর সহকারী (ভূমি) কমিশনার সাদিয়া সুলতানা। বক্তব্য রাখেন অবিনাশ চন্দ্র দে, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মুহিব।
সভা অনুষ্ঠিত
ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পরিষদের অস্থায়ী হলরুমে অনুষ্ঠিত সভায় ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। উপস্থিত ছিলেন এসি ল্যান্ড ফয়জুর রহমান, থানার ওসি রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শিহাব উদ্দিন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, শাহিনূর আক্তার সায়লা, বারহাট্টা প্রেস ক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল।
বিজ্ঞান মেলা
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও ওবায়দুলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন মেলা উদ্বোধন করেন।
এ সময় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন।
পুরস্কার বিতরণ
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসের গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্যাম্পাসে গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আহছান উলস্নাহ খান প্রমুখ।
মেলার সমাপনী
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর শিবচরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৪ এর ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী মিলনায়তনে এর আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিবচর ইউএনও আব্দুলস্নাহ আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান।
সার্টিফিকেট প্রদান
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে বুধবার কলেজ চত্বরের ফুটবল মাঠে ৩৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইব্রাহীম আব্দুলস্নাহসহ শিক্ষকমন্ডলী।
ওয়ার্কশপ অনুষ্ঠিত
ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে প্রজেক্ট লার্নিং ও শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, উপজেলা সমবায় অফিসার সৈফুর রহমান মিয়া প্রমুখ।