শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংরক্ষিত নারী আসনে প্রার্থী হচ্ছেন শ্রমিক নেত্রী শামসুন্নাহার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংরক্ষিত নারী আসনে প্রার্থী হচ্ছেন শ্রমিক নেত্রী শামসুন্নাহার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে পারেন কেন্দ্র্রীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন্নাহার ভূঁইয়া।

শামসুন্নাহার ভূঁইয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তৃণমূল পর্যায়ের মেহনতী শ্রমজীবী মানুষের আস্থার এক বলিষ্ঠ ত্যাগী কর্মীর নাম।

তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে এমপি নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের জন্য সেবা করার আপ্রাণ চেষ্টা করে গেছেন।

এ বিষয়ে শামসুন্নাহার ভূঁইয়া বলেন, 'আমি যতদিন বেঁচে আছি আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে লড়ে যাব। আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আমি যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে আমৃতু্য মানুষের পাশে থেকে মানুষের সেবা করে যেতে পারি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে