কিশোরগঞ্জের নিকলী উপজেলা একটি হাওড় অধু্যষিত উপজেলা। এই উপজেলায় ৭টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ছাতিরচর ও শিংপুর ইউনিয়নের নেই নিজস্ব কার্যালয়।
যদিও কয়েক মাস ধরে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই বিষয়ে দাপ্তরিক চিঠি পাঠিয়েছেন। ছাতিরচর ও শিংপুর ইউনিয়নে ঘনবসতিপূর্ণ এলাকা। এই দুইটি ইউনিয়নে অস্থায়ীভাবে বাজারের মধ্যে ভ্রাম্যমাণ হিসেবে কার্যালয় রয়েছে। এতে সরকারিভাবে জন্মনিবন্ধন, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, পঙ্গুভাতাসহ অন্যান্য কাজ জনগণকে সঠিকভাবে সেবা দিতে গিয়ে বেগ পেতে হচ্ছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, 'ইউনিয়ন পরিষদ ভবনের জন্য চিঠি লেখা হয়েছে। যখন বরাদ্দ আসবে তখন ইউনিয়ন পরিষদ ভবনের কাজ হবে।'