শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

টিসিবির পণ্য চালের ডিলারের্ যাবের অভিযান

কক্সবাজার প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
টিসিবির পণ্য চালের ডিলারের্ যাবের অভিযান

কক্সবাজার শহরে সাগর ট্রেডার্স নামের একটি চালের ডিলারে টিসিবির বিপুল পরিমাণ পণ্য তেল ও ডাল মজুদ করার পর সেখানে থেকে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছিল।

বিষয়টি অবগত হওয়ার পরর্ যাব-১৫ এর একটি দল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের রুমালিয়ার ছড়া এলাকায় সাগর ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় সেখানে ৪ হাজার ৭১৬ লিটার তেল ও ৪ হাজার ৭১৬ কেজি ডাল মজুত করা পাওয়া যায়। অভিযানে পাশের আরেকটি ভবন থেকে উদ্ধার করা হয় ১৯ কার্টুন তেল। এ সময় সাগর ট্রেডার্সের ম্যানেজার অরুণ মিত্রকে আটক করা হয়। মেসার্স ঝর্ণা স্টোরের মালিক রাইটন পাল পণ্যগুলো সেখানে মজুদ করেন।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, নির্দিষ্ট গুদামে না রেখে পণ্যগুলো ডিলারে কেন রাখা হল তা খতিয়ে দেখা হচ্ছে। ডিলারের কোন অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে