গাইবান্ধায় মাসব্যাপী বাণিজ্য মেলা ব্যবসায়ীরা লোকসান আতঙ্কে
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অল্প কয়েকদিনের মধ্যে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এই বাণিজ্য মেলা ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় শুরু হবে।
জানা গেছে, আগামী ৭ ফেব্রম্নয়ারি থেকে গাইবান্ধা শহরস্থ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন স্বাধীনতা প্রাঙ্গণে এই বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ রেখে এই মেলার জন্য দোকানপাট গড়ে তোলা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খেলার মাঠ সংকুচিত করে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে, এ রকম একটি পোস্ট ফেসবুকে ভাইরাল হলে মেলা কর্তৃপক্ষ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন স্বাধীনতা প্রাঙ্গণে মেলাটি স্থানান্তর করে। মেলাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সচেতন মহলে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া জানা গেছে। সচেতন অভিভাবকরা আসন্ন এসএসসি পরীক্ষার সময় এমন মেলার আয়োজনকে খুবই উদ্বেগজনক মনে করছেন।
উলেস্নখ্য, আগামী ১৫ ফেব্রম্নয়ারি থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই বাণিজ্য মেলা নিয়ে শহরস্থ ব্যবসায়ীরাও লোকসানের আশঙ্কায় রয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা শহরের সালিমার সুপার মার্কেটের শাহ আলম নামে এক ব্যবসায়ী জানান, জেলা শহরের প্রাণ কেন্দ্র স্বাধীনতা প্রাঙ্গণে বাণিজ্য মেলা শুরু হলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এমনিতেই জানুয়ারি থেকে ফেব্রম্নয়ারি মাস পর্যন্ত ইরি-বোরো চাষাবাদের কারণে ব্যবসা-বাণিজ্য ভালো হয় না। তার মধ্যে বৈশ্বিক মন্দার কারণে বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতিও ভালো যাচ্ছে না।
পৌর এলাকার শাপলা মার্কেটের মিলন নামে এক কাপড় ব্যবসায়ী জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান ভাড়া, ইলেকট্রিক বিল, ভ্যাট, ট্যাক্স, দিয়ে ব্যবসা পরিচালনা করতে এমনিতেই হিমশিম খাচ্ছে। তার মধ্যে বাণিজ্য মেলা শুরু হলে ব্যবসায়ীদের লোকসানের কবলে পড়তে হবে।
এ ব্যাপারে গাইবান্ধা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান জানান, ঢাকাসহ দেশের অন্যান্য জেলাগুলোতেও বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। বিনোদনের কথা চিন্তা করে জেলায় বাণিজ্য মেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে বাণিজ্য মেলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের তেমন কোনো প্রভাব পড়বে না।