বয়ঃসন্ধিকালে কিশোরীদের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় চিন্তা-চেতনার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠতে থাকে তারা। এটি মূলত কৈশোর ও যৌবনের একটা মধ্যবর্তী পর্যায়ে হয়ে থাকে। এ সময়টাতে বাবা-মায়ের বা অভিভাবককে বিশেষ ভূমিকা পালন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয়। ফলে সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য না জানার ফলে কিশোর-কিশোরীরা বিভ্রান্তিতে ভোগে। বয়ঃসন্ধিকাল নিয়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার ওপর খুলনার ডুমুরিয়া উপজেলায় মাঠ পর্যায়ে ব্যাপক কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক। আগামী ২০২৫ সাল পর্যন্ত চলমান কার্যক্রম 'অধিকার এখানে, এখনই' প্রকল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে তরুণরা।
এ বিষয়ে ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর জিলস্নুর রহমান জানান, ১০ থেকে ১৩ বছরের মধ্যে যে কোনো সময় মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয়। এ সময় তাদের আচার-আচরণে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয়। ফলে সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য না জানার ফলে বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীরা নানা ধরনের বিভ্রান্তিতে ভোগে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সামছুজ্জামান জানান, বয়ঃসন্ধিকালীন সবার আগে কিশোরীদের শেখাতে হবে কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হয়। কারণ হাইজিন মেইনটেইন না করলে মারাত্মক সংক্রমণ দেখা দেয় শরীরে। মাসিকের সময় ন্যাপকিন প্যাড বা কাপড় ব্যবহার করে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বয়ঃসন্ধিকাল এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে যে প্রতিবন্ধকতা আছে, তা উত্তরণে ব্র্যাকের অধিকার এখন, এখনই প্রকল্পটি বেশ সহায়ক ভূমিকা পালন করছে।