দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে দিনাজপুরের চিরিরবন্দরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। কালো পতাকা মিছিল শেষে বক্তব্য চলাকালে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে।
এ সময় পুলিশ দুইজনকে আটক করে। আটকরা হলেন- বিএনপি নেতা রেজওয়ানুর রহমান বাবু (৫০) ও জসিম উদ্দীন (৫৫)।
এর আগে মঙ্গলবার মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঘুঘুরাতলী চত্বর ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য চলাকালীন পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের গত ২০২৩ সালের ১৪ নভেম্বর ঘুঘুরাতলীতে নাশকতামূলক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। কালো পতাকা মিছিলে উপজেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।