ডিজিটাল পস্ন্যাটফর্মের সদ্ব্যবহারে লাভবান হচ্ছে আখাউড়ার তরুণরা

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তরুণরা দিন দিন ইউটিউব ও ফেসবুক ভিডিও বস্নগিংয়ে আগ্রহী হয়ে উঠছেন। তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার করে ডিজিটাল পস্ন্যাটফর্মে বস্নগিং করছেন আখাউড়ার বেশ কয়েকজন তরুণ। কৃষি, মৎস্য, গরুর খামার, ফুল-ফল সবজি, দর্শনীয় স্থান, সাফল্য-সম্ভাবনা, দুর্ভোগ, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে বস্নগিং করছেন তারা। সাবলিল উপস্থাপনা, ব্যতিক্রম কনটেন্টের কারণে ভিডিওগুলো প্রশংসা পাচ্ছে সবার। এভাবেই দেশে ডিজিটাল পস্ন্যাটফর্ম ব্যবহার করে তরুণ-যুবকরা নিজেদের মেধা কাজে লাগিয়ে নতুন নতুন কর্মসংস্থানে অংশ নিচ্ছেন। এদের মধ্যে কয়েকজন হলেন- আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের মো. ইব্রাহীম ভূঁইয়া লিটন, আব্দুলস্নাহপুর গ্রামের পারভেজ, হীরাপুর গ্রামের শরীফুল ইসলাম আবির, পৌরশহরের নারায়ণপুরের মো. কাইয়ুম, খড়মপুরের মেহেদী রহমান মোলস্না ও দুর্গাপুরের ফরহাদ আহমেদ। এদের কয়েকজন ইউটিউব ও ফেসবুক থেকে অর্থ উপার্জন করছেন। স্বপ্ন দেখছেন আরও ভালো কিছু করার। তাদের প্রত্যেকের শুরুটা শখের বশে। এখন সেই শখ নেশা ও পেশায় পরিণত হয়েছে। 'কৃষকের কথা' নামক ইউটিউব চ্যানেল থেকে বস্নগিং করেন ইব্রাহীম ভূঁইয়া লিটন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ও গরুর খাদ্যের ব্যবসা করতেন। নিজেদের মাছের চাষ থাকায় দোকানে মাছের খাদ্যও রাখতেন। শখের বশে পুকুরের মাছ চাষ, হাঁস-মুরগি পালন, জমির চাষাবাদের ছোট ছোট ভিডিও করে ফেসবুকে পোস্ট করতেন। বন্ধু-বান্ধবের উৎসাহে ২০১৯ সালে কৃষকের কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলে ভিডিও দেওয়া শুরু করেন। প্রায় তিন বছর পর মনিটাইজেশন পেয়ে ইনকাম পাচ্ছেন। এখন ভালো আয় হচ্ছে। লিটনের সরল স্বীকারোক্তি শুধু টাকা ইনকামের উদ্দেশ্য নয়। দেশের কৃষি ও কৃষককে উৎসাহিত করে আনন্দ পান। চেষ্টা করেন বিষয়ভিত্তিক তথ্য এবং পরামর্শ তুলে ধরার জন্য। এ পর্যন্ত প্রায় ৩০০ ভিডিও প্রতিবেদন করেছেন। প্রাণের আখাউড়া টিভি নামে ফেসবুক পেজে শিক্ষামূলক তথ্যসহ বিভিন্ন সরেজমিনে প্রতিবেদন করেন কলেজ ছাত্র মেহেদী রহমান মোলস্না। তার পেজের প্রতিটি ভিডি অনেক ভিউ হয় বলে জানান তিনি। ফরহাদ আহমেদ বলেন, দুই বছর ধরে ফেসবুক পেজ খুলে ভিডিও দিচ্ছেন। শিক্ষণীয় এবং মানুষের উপকারে আসার মতো ভিডিও দেন। মনিটাইজেশন পেয়ে মোটামুটি ইনকাম পাচ্ছেন। এ ব্যাপারে আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্র-যুবারা ভালো কিছু করার চেষ্টা করছে। এটা খুবই ইতিবাচক। তাদের প্রতিবেদনে অনেক কিছু মানুষ দেখতে ও জানতে পারছে। সঠিকভাবে ডিজিটাল পস্ন্যাটফরম ব্যবহার করে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।