শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পুলিশকে অবহিত না করে ইউপি চেয়ারম্যানের নির্দেশে লাশ দাফন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
পুলিশকে অবহিত না করে ইউপি চেয়ারম্যানের নির্দেশে লাশ দাফন

দিনাজপুরের বিরামপুরে অগভীর নলকূপের পাশে তরিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পুলিশকে অবহিত না করেই ইউপি চেয়ারম্যানের নির্দেশে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেছে নিহতের পরিবার ও অগভীর নলকূপের মালিকসহ স্থানীয় লোকজন।

গত ২৭ জানুয়ারি উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের পূর্ব মাঠের পার্শ্ববর্তী অগভীর নলকূপের পাশে লাশটি পাওয়া যায়।

নিহত তরিকুল টাটকপুর নয়াপাড়া মহলস্নার মালিক আব্দুল খালেকের (৬০) অগভীর নলকূপের পানির লাইনম্যান ছিলেন।

এ বিষয়ে আব্দুল খালেক জানান, 'চেয়ারম্যান রহমত আলী দাফনের নির্দেশ দিলে আমরা থানায় অবগত না করেই প্রতিবেশীদের নিয়ে দাফন সম্পন্ন করেছি।'

এ বিষয়ে পলি প্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী লাশ দাফনের অনুমতির কথা অস্বীকার করে বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মৃত তরিকুলের লাশ দেখে তার পরিবারকে বলেছি কোনো অভিযোগ থাকলে থানায় গিয়ে অভিযোগ করতে পারেন।'

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার জানান, টাটকপুর মাঠের মধ্যে শনিবারে মৃত ব্যক্তির লাশ পড়ে রয়েছে এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ হয়নি। তবে অভিযোগ বা তথ্য পেলে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে