রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মাদক কারবারিসহ ছয় জেলায় গ্রেপ্তার ১২

গোসাইরহাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মাদক কারবারিসহ ছয় জেলায় গ্রেপ্তার ১২

মাদককারবারি ও সাজাপ্রাপ্ত আসামি ছয় জেলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে নয়ন মাঝিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বুধবার ওই তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা করেন। গ্রেপ্তার নয়ন মাঝি গোসাইরহাট পৌসভার ২নং ওয়ার্ডের জুলফিকার মাঝির ছেলে

গোসাইরহাট থানার ওসি (তদন্ত) ওবায়েদুল হক বলেন, 'ধর্ষণ মামলার পর পরই আমরা ধর্ষক নয়ন মাঝিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক তদন্তে মামলায় ঘটনায় আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, অবশেষের্ যাবের জালে ধরা পড়েছে ২৬ বছর পালিয়ে বেড়ানো নারায়ণগঞ্জের আড়াইহাজারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লেয়াকত আলী (৬০)। গ্রেপ্তার লেয়াকত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ইউনিয়নের কল্যান্দী গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে।

জানা যায়, ১৯৯৮ সালে মরদাসাদী গ্রামের আ. লতিফকে এলাকার প্রভাব বিস্তার নিয়ে হত্যা করে লেয়াকত গং। ওই মামলায় ২০০৪ সনে লিয়াকতকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন সংশ্লিষ্ট আদালত। এর পর থেকে লেয়াকত ফেরারি জীবনযাপন করতে থাকেন। দীর্ঘ ২৬ বছর পালিয়ে থাকার পর মঙ্গলবারর্ যাব-১১ এর সদস্যরা ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় সোপর্দ করে। বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে কথিত দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২২ জানুয়ারি ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজের এস কে এমদাদুল হক আল-মামুন ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই দু'জন সাংবাদিক পরিচয়ে সাব-ঠিকাদার জাহিদুল ইসলামের কাছ এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে দুই সাংবাদিক সাব-ঠিকাদার জাহিদুল ইসলামকে মারধর করে তার থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় জাহিদুল ইসলাম ছিনতাই ও চাঁদাবাজি মামলা করেন।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ রমজান আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলা সদরের কিবরিয়া চত্ব্বর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রমজান আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জে এক কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার এমদাদুল ইসলাম, আটপাড়া উপজেলার ইয়াকুব আলী ও মোহনগঞ্জের বাত্তারগাতীর কৃষ্ণধন চন্দ্র সাহা। তারা সুনামগঞ্জ থেকে স্কুল ব্যাগে করে এক কেজি গাঁজা নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে আটক হয়।

মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন, জানান, 'সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে এই পথে মাদক নেত্রকোনা চলে যায়, পুলিশ এ ব্যাপারে সতর্ক আছে।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রান্সফরমার উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ৮ জানুয়ারি দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় গত ২০ জানুয়ারি দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের বাবলু (৪৫) ও রহনপুর নুনগোলা গ্রামের মোবারক আলী সিটু (৩১)। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের মফিজ উদ্দিন ও সদর উপজেলার আজাইপুর এলাকার রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, 'মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই দফায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।'

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ইয়াবাসহ আরফাত হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আট্টাকী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরফাত হোসেন খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, 'গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।খাজাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, 'গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে