গোপালগঞ্জে পার্লারকর্মীকে গলা কেটে তারাকান্দায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
দুই জেলায় দুই বৃদ্ধার অপমৃতু্য
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জে বিউটি পার্লার কর্মীকে গলা কেটে এবং ময়মনসিংহের তারাকান্দায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হযেছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার এবং রাঙামাটির লংগদুতে আরেক বৃদ্ধার মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মীকে গলা কেটে হত্যা করেছে কে বা কারা। বুধবার বেলা ১২টায় মুকসুদপুর থানার অদূরে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের গেটে এ ঘটনা ঘটে।
মুকসুদপুরে থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেওয়ার জন্য মনিরা ঘটনাস্থলে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরি দিয়ে গলা কেটে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত মনিরা পারভীন মুন্নী মুকসুদপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ঘরামীর মেয়ে।
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তারাকান্দা থানার বিসকা ইউনিয়নে বাথুয়াদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে ড্রাইভার মাসুম মাজু (৩৫) ও একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জহিরুল ইসলাম জহিরের (৩০) কথা কাটাকাটি হয়। এর জেরে ছুরি দিয়ে জহিরুল ইসলাম মাসুমকে পেটে আঘাত করে। এলাকাবাসী মাসুমকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে আসামি জহিরুলকে রক্তমাখা ছুড়িসহ গ্রেপ্তার করেছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারী সুরবালা রাণী দাস (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দগ্ধ হওয়ার ১৫ দিন পর বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃতু্য হয়। নিহত সুরবালা রাণী দাস উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বরচালা গ্রামের হরিমহ চন্দ্র দাসের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় পুস্কর দাস বলেন, গত ১৭ জানুয়ারি সকালে শীত নিবারণের জন্য বাড়ির পাশেই আগুন পোহাচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে অগ্নিদগ্ধ হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে বগুড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মৃতু্য হয় সুরবালা রাণী দাসের।
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির লংগদুতে আক্তার আলী নামে এক বৃদ্ধা ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেছেন। উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
মৃত আক্তার আলীর ছেলে বাদশা আলম ও তার পরিবারের দাবি, ১০-১২ বছর আগে স্থানীয় দাদালচক্র সরকারি সহায়তার প্রলোভনে তাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে একই পরিবারের ৪ জনের নামে লংগদু সোনালী ব্যাংক শাখা থেকে মিথ্যা ঋণ তোলে। যা বর্তমানে সুদাসলে আড়াই লাখ টাকা হয়েছে। এ নোটিশ পেয়ে দিনমজুর আক্তার আলী ব্রেইন স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লংগদু থানার তদন্ত ওসি জালাল উদ্দীন জানান, সোনালী ব্যাংকের ঋণ খেলাপির বিষয়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। এটা তদন্তাধীন রয়েছে এবং খুব শিগগিরই এটার একটি সুরাহা হবে। তাই তাকে একটু সময় নিতে বলা হয়েছে।