সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
প্রশিক্ষণ সমাপ্ত
ম স্টাফ রিপোর্টার, যশোর
ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের (আইডবিস্নউএফ) আয়োজনে যশোরে সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী মানসিক স্বাস্থ্যের প্রাথমিক চিকিৎসা (এমএইচএফএ) বিষয়ক প্রশিক্ষণ। রোববার যশোর ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অ্যাকশন অন ডিজএবিলিটি এন্ড ডেভেলপমেন্টের (এডিডি) প্রজেক্ট ম্যানেজার আবদুলস্নাহ আল হারুন, আইডবিস্নউএফের ডিরেক্টর অব প্রোগ্রাম ফাতেমা পারভীন পুতুল, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসরাত জাহান, আইডবিস্নউএফ ফাইনান্স ম্যানেজার তাসলিমা খানম শেলী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ঝরনা খানম, এডিডির টেকনিক্যাল কো-অর্ডিনেটর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফারজানা আহমেদ, এডিডির ফিল্ড অফিসার এহসানুল হক, আইডবিস্নউএফের ফিল্ড অফিসার পারুল আক্তার প্রমুখ।
কম্বল বিতরণ
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনটির পক্ষে দিনাজপুরের এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএমের নির্দেশনায় বিরামপুর রেলস্টেশনে গরিব, অসহায়, দুস্থ? ও ভাসমান শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছেন। মঙ্গলবার বিকালে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার কম্বল বিতরণ করেন। এ সময় ওসি (তদন্ত) মমিনুর ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই এরশাদ মিয়া, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক রিপন মানিক চৌধুরী, রেলস্টেশন প্রতিনিধি, সুধীবৃন্দসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলা
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা/২৪ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুলস্নাহ দবির, এসিল্যান্ড মোসা. আঞ্জুমান আরা, ওসি সমর কুমার, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান।
ভয়াবহ অগ্নিকান্ড
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের যশাইহাটে কনফেকশনারি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নের যশাইহাটের বছির বানিয়া রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, অগ্নিকান্ডের ঘটনায় বাজারের কনফেকশনারি ব্যবসায়ী ও পেট্রোল বিক্রেতা প্রশান্ত কুমার রায়ের দোকান ও পাশে এরশাদের হার্ডওয়ারের দোকানটিও পুড়ে যায়। এতে প্রশান্ত কুমারের দুই লক্ষাধিক ও এরশাদের অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
মেলা উদ্বোধন
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
'বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি'- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফোজিয়া নাজনীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জুয়েল আকন্দ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুলস্নাহ ছালেহ, তাতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুলস্নাহ তালুকদার প্রমুখ।
মাসিক সভা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কেয়ারটেকার শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহায়তায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ও জেলা ফিল্ড অফিসার ফজল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সপ্তাহ
ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই দিনব্যাপী ৮ম জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৭টি স্টলের মাধ্যমে তাদের উপস্থাপনা প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুলস্ন্যা আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান প্রমুখ।