সংস্কারের অভাবে বাজিতপুরের সরারচর রেলস্টেশন বেহাল
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর সরারচর রেলস্টেশনটি একটি ঐতিহ্যবাহী স্টেশন। গত এক যুগ ধরে এই স্টেশনটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ স্টেশনটি প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরানো। স্টেশনের উপরের টিনগুলো বড় বড় ছিদ্র হয়ে গেছে। চারপাশে যেন একটি গুদামাগার ও ময়লা আবর্জনাযুক্ত। যাত্রীরা বাথরুমে গেলে মনে হয় যেন একটি আবর্জনাযুক্ত দেশে এসেছেন। বৃষ্টির সময় যাত্রীরা প্রায় সময়ই ভিজে ট্রেনের অপেক্ষায় থাকেন।
রেলওয়ের কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো খোঁজখবর রাখেন না বলে যাত্রীদের অভিযোগ। এছাড়া প্রতিদিন বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, আন্তঃনগর এগারো সিন্দুর গোধূলী ও দুপুরে এগারো সিন্দুর ট্রেন চলে। এই তিনটি আন্তঃনগর ট্রেনের যাত্রীরা অনলাইন ভিত্তিক টিকিট চালু করলেও অধিকাংশ টিকিটই স্টেশন কর্তৃপক্ষের কারণে কালো বাজারিদের হাতে চলে যায়। যাত্রীদের দুই থেকে তিনগুণ দামে টিকিট কিনে রেলে ভ্রমণ করতে হয়। এলাকাবাসী বিষয়গুলো দেখে সঠিক পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।