শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সালাম না দিয়ে অফিসে প্রবেশ, সহকারী শিক্ষককে শোকজ

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
সালাম না দিয়ে অফিসে প্রবেশ, সহকারী শিক্ষককে শোকজ

লক্ষ্ণীপুরের রামগতিতে কোনোরকম সালাম না দিয়ে অফিস কক্ষে প্রবেশের দায়ে আবরণ চন্দ্র দাস নামে এক সহকারী শিক্ষককে শোকজ করেছেন প্রধান শিক্ষক। গত রোববার উপজেলার চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা

ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র দাস ওই দিনেই তিন কার্যদিবসের মধ্যে কৈফিয়ত

তলবের জবাব চেয়ে শোকজ নোটিশ দিয়েছেন।

শোকজে তিনি উলেস্নখ করেন কোনোরকম সালাম না দিয়ে সরাসরি অফিসে প্রবেশ করা শিষ্টাচার বহির্ভূত, আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন এবং

একটি গর্হিত কাজ বলে মনে করেন তিনি।

তাই আগামী তিন কার্যদিবসের শোকজের জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন প্রধান শিক্ষক। সহকারী শিক্ষক আবরণ চন্দ্র দাস বলেন অন্যান্য সময় সালাম দিয়ে প্রবেশ করেন তিনি। কিন্তু গত রোববার অফিসে প্রবেশের সময় অসতর্কতাবশত সালাম দেওয়া হয়নি ঠিক এজন্য তিনি ক্ষুব্ধ হয়ে শোকজ করেছেন শুনেছি কিন্তু এখনো শোকজের কপি হাতে পাইনি।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুপ জানান বিয়টি কেউ আমাকে জানায়নি। তবে যেহেতু শোকজ করা হয়েছে সেহেতু শোকজের জবাব দিতে তো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে