পত্নীতলায় ১৪-বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ব্যাটালিয়ন ১৪-বিজিবি'র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে কোর্য়াটার গার্ডে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও অধিনায়কের বিশেষ দরবার শেষে কেক কাটা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ডে বাংলাদেশ পত্নীতলা ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল হামিদ উদ্দিন, আমন্ত্রিত অতিথিদের প্রীতিভোজে স্বাগত জানান।
এ সময় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসপি, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর। বিশেষ অতিথি ছিলেন কর্নেল ইমরান এ রউফ, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টরের অধিনায়কবৃন্দ, নওগাঁ জেলা প্রশাসক ও জয়পুরহাট জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিসহ গণ্যমান্য অন্যান্য ব্যক্তিবর্গ।