শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কমলচন্দ্র শীলকে (৪২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত কমলচন্দ্র ঝালকাঠি জেলা শহরের বাহের রোড এলাকার মৃত সুধীর চন্দ্রশীলের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে ১৬ আগস্ট বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম কমলচন্দ্র শীলের বসতঘর থেকে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। একই বিভাগের উপ-পরিচালক ইশতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দায়ের করেন। আদালত ছয়জন সাক্ষীর স্বাক্ষর নিয়েছেন। সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মন্নান রসুল ও আসামিপক্ষে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন মামলা পরিচালনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে