পুনর্নির্বাচনের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

পুলিশি বাধার অভিযোগ

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পুনরায় নির্বাচনসহ এক দফা দাবিতে সিলেট জেলা বিএনপির কালো পতাকা মিছিল -যাযাদি
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনসহ এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করে দলটি। তবে বেশ কিছু জায়গায় পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমাদের আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- সিলেট অফিস জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা এলাকায় কালো পতাকা মিছিল করেছে সিলেট জেলা বিএনপি। দক্ষিণ সুরমার মার্কাজ পয়েন্ট থেকে কিন ব্রিজের দক্ষিণমুখ পয়েন্ট পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের ব্যাপক বাধার মুখে পড়ে টেকনিক্যাল রোড থেকে মিছিল বের করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় মারকাজ পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি দিয়েছিল সিলেট জেলা বিএনপি। সেই মোতাবেক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। কিন্তু মিছিল শুরু হওয়ার ঘণ্টাখানেক পূর্ব থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ কর্মসূচি এলাকা ও আশপাশে অবস্থান নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। পরে কর্মসূচির স্থান পরিবর্তন করে টেকনিক্যাল রোড এলাকা থেকে মিছিল বের করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করে বলেন, 'আমরা প্রশাসনের সঙ্গে বার বার কথা বলেছি। মঙ্গলবার আমাদের কর্মসূচিস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট যে পরিস্থিতি তৈরি করেছিল তা দেখে মনে হয়েছে এটি যেন যুদ্ধ ক্ষেত্র।' কালো পতাকা মিছিলে সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ, আব্দুল লতিফ খান, সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহযুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সহকৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, বখতিয়ার আহমদ ইমরান, নুরুল আমিন দুলু, আব্দুল মালিক মলিস্নক, আব্দুল জলিল, রায়হানুল হক, এমদাদ হোসন, জয়নাল আবেদীন, হাসান হাফিজুর রহমান টিপু, রাসেল আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান রানা, আশিক মিয়া, লুতফুর রহমান, আহমদ আলী, রাজু আহমদ, ফয়সাল আহমদ, রাসেল আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া থেকে কালো পতাকা হাতে একটি মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে চাইলে শান্তিকুঞ্জ মোড়ে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশি বাধার মুখে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে এই মিছিল করা হয়। 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও' এই সেস্নাগান সামনে রেখে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হতে চাইলে পুলিশ প্রথমেই বাধা দেয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বক্তব্য দিতে চাইলে বাধার মুখে পড়েন তিনি। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন ছাড়াও জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার উপজেলার মহুরী অফিস মোড়ে উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলীর নেতৃত্বে কালো পতাকা মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ। চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির একাংশের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির নেতা আবু সাঈদ হোসেন পাখির নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানাহাট বাজার প্রদক্ষিণ শেষে চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির নেতা আবু সাঈদ হোসেন পাখি, বিএনপি নেতা দুলাল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বাবু, মৎস্যজীবী দল সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিএনপির বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।