রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তার শ্রদ্ধা নিবেদন -যাযাদি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত ১০ কর্মকর্তা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে ১০ জন কর্মকর্তা টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর অনু বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সরকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, ব্যারিস্টার বিপস্নব বড়ুয়া, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ আবু জাফর রাজু, ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (লিপি গাজী), মোহাম্মদ আরিফুজ্জামান নুরুন্নবী, সঞ্জিত চন্দ্র দাস, সিনিয়র ফটোগ্রাফার এস এম গোর্কি ও আন্দ্রিয় স্কু উপস্থিত ছিলেন।

পরে কর্মকর্তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে