'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' প্রতিপাদ্যে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আল মাসুম। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদের ২৩টি স্টল ঠাই পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। শিক্ষার্থীরা তাদের নানা ধরনের উদ্ভাবনী যন্ত্রাংশ মেলায় প্রদর্শন করেন।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মেলায় স্থাপিত ১২ স্টল পরিদর্শন করেন অতিথিরা।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে এ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবাদুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্ত আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার উজ্জল চন্দ্র শীল। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশা। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিুজর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুসহ অনেকে। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪১টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুলস্নাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।