বাগমারায় পুকুর খননের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
হাইকোর্টের আদেশ অমান্য করে রাজশাহীর বাগমারায় তিন ফসলি জমিতে পুকুর খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী মহিষার বিলের সামনের সড়কে কয়েকশ' নারী-পুরুষ জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধনে কৃষকরা জানান, গাঙ্গোপাড়া মহিষার বিলে আবাদি জমি ছিল প্রায় ৪০০ একর। এর মধ্যে পুকুর খনন করে ইতোমধ্যে সেই বিলের ২৫০ একর জমি দখল হয়েছে। এখন আবার ১০০ একর জমিতে পুকুর খননের চেষ্টা করছে। এই বিলে পুকুর খনন হলে প্রায় পাঁচশত পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ফলে এবার পুকুর খনন করতে হলে কৃষকের লাশের ওপর দিয়ে গিয়ে পুকুর খনন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে জমির মালিক খলিলুর রহমান, আফসার প্রামানিক, সোলেমান আলী, আব্দুর রশিদ, হাসান আলী বক্তব্য রাখেন। তাদের সবার এক থেকে চার বিঘা পর্যন্ত জমি রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া যাবে না। ইতোমধ্যেই অবৈধভাবে পুকুর খনন করায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।