রাজারহাটে দুই সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার সকাল ৯ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে তীব্র ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে সূর্যের দেখা মিললেও, উত্তাপ নেই। প্রায় দুই সপ্তাহ ধরে এ উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডা ও শীতের কারণে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দিকাশি, জ্বরসহ শীতজনিত রোগ। প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে এসব রোগে। এসব রোগের ওষুধ সংকট হওয়ার আশংকা করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান। তবে এখন পর্যন্ত ওষুধ সংকট নেই বলেও তিনি জানিয়েছেন। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়ার সঙ্গে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নিম্নগামী হচ্ছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত তাপমাত্রা নিম্নগামী থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তার পরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।