গাজীপুরে কলেজ শিক্ষক হত্যা দুই ভাইসহ গ্রেপ্তার ৪

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক মাদক কারবারিসহ তিন জেলায় গ্রেপ্তার ৮

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে কলেজ শিক্ষক হত্যায় চারজনকে গ্রেপ্তার করেছের্ যাব। এদিকে কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এছাড়াও মাদককারবারিসহ তিন জেলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাজীপুর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধে কলেজ শিক্ষক হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছের্ যাব। গ্রেপ্তাররা হলো- হত্যা মামলার প্রধান আসামি নিহতের ছোট ভাই মজিবর রহমান (৫০), তার ছেলে সুমন (২৮) ও সিজান (২০) এবং হুকুমের আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলী (৬০)। র্ যাব-১ স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে একজনকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অপর তিনজনকে সোমবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জয়ের টেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৮ জানুয়ারি কালিয়াকৈর থানার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় জমিতে আগাছা পরিষ্কার করার সময় ভাই ও ভাতিজাদের আঘাতে মারা যান রেজা সাইদ আল মামুন (৫০)। তিনি ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর থানাধীন চন্দ্রায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ছিলেন। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ায় ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ। সোমবার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। ইটক জিয়াবুল আলম (২৮) ওই ক্যাম্পের জাহেদ আলমের ছেলে। ১৪ পুলিশের সহ-অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলিসহ তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ চেষ্টা মামলায় আসাদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তার আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ বলেন, মামলা রেকর্ডের পর মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার আসাদুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রংপুর প্রতিনিধি জানান, রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর শান্তিবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ পিচ ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এরা হলেন, লাল মিয়া (৩০) ও নাজমুল ইসলাম (৩২)। অন্যদিকে, কাউনিয়ার হারাগাছের বুধাই এলাকায় ২০০ গ্রাম গাঁজাসহ বেলস্নাল মিয়াকে (৩২) আটক করা হয়। বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে মাদক মামলার আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলো- জুয়েল মিয়া (৩৪), শরিফ মিয়া (৫০), নজরুল ইসলাম (৪০) ও আবু তাহের (৫০)। তাদের কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।