সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
পণ্য বিক্রয় \হআত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইউনিয়নে মোট ১২৭০ জন উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করেছে মেসার্স পিন্টু ভ্যারাটিজ স্টোর। রোববার সকালে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম, ইউপি সচিব মো. ওয়াহিদুল ইসলাম, ইউপি সদসয় বুলবুল আহম্মেদ, আশরাফুল ইসলাম, আ. খালেক, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আজিজার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরা, মর্জিনা, ডেজি আক্তার প্রমুখ। শীতবস্ত্র উপহার \হগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রামে বিএসবি সীমা হামিদ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. সীমা হামিদের পক্ষ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়। গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও শিক্ষিকা তাহসিনা আঞ্জুমান আলভীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মো. ইমরান হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন জাফলং বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবক ফারুক আহমদ, বিদ্যালয়ের উপদেষ্টা প্রাক্তন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রধান শিক্ষিকা সালমা আক্তার পরিচালনা কমিটির সদস্য নাছিমা বেগম প্রমুখ। আইনশৃঙ্খলা সভা ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শায় আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান, ডা. লক্ষিন্দার কুমার দে, উপজেলাবিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি ও পুলিশ সদস্যসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা। শীতার্তদের সহায়তা \হদুমকি (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে নিম্ন আয়ের রিকশাচালক ও অটোবাইক চালকসহ ছিন্নমূল শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র-কম্বল বিতরণ করেন, প্রধান অতিথি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ বি এম রুহুল আমিন হাওলাদার। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা জাপা সভাপতি অ্যাডভোকেট এইচএম মাসুদ আল মামুনের সভাপতিত্বে ও সৈয়দ জসিম উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা জাপা সভাপতি মো. জাফরুলস্নাহসহ জেলা উপজেলার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট উদ্বোধন \হকলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় সজীব ওয়াজেদ জয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মোহাম্মদ এমদাদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কেশব কুমার বণিক, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকার প্রমুখ। মতবিনিময় সভা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ের সব দপ্তর প্রধানদের সঙ্গে নেত্রকোনা- ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোশতাক আহমেদ রুহী এক মতবিনিময় সভা করেছেন। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার। মেলা শুরু \হনিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের উন্মুক্ত মঞ্চের সামনে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপম দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, ডিজিএম মোসাদ্দেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন। কর্মশালা অনুষ্ঠিত \হসিলেট অফিস সিলেটে বিদেশ ফেরতদের বিষয়ে 'নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ'- শীর্ষক একটি ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এমআরএসসি সিলেটের আয়োজনে প্রত্যাশা-২ এর প্রথম ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোয়াজিদুল হক (তুহিন), এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি এডভোকেট মুহিদ হোসেন, সাংবাদিক কাইয়ুম উলস্নাস, বিদেশ ফেরত নারী-পুরুষসহ এলাকার সর্বস্তরের প্রতিনিধিরা। হীরকজয়ন্তী ম বগুড়া প্রতিনিধি বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের '৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী, স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসব, বার্ষিক কলেজ অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে বার্ষিক কলেজ অ্যাওয়ার্ড পর্বে কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম রানীকে শিক্ষা ও সমাজ সেবায় এবং সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কলেজের সাবেক শিক্ষার্থী কানাডা প্রবাসী হোসনে আরা জেমিকে এ বছরে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা স্মারক এবং ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন। বিদায় অনুষ্ঠান \হনলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও ৮০ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল মোলস্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুলস্নাহ আনছারী, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধা আইনাল হক, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ। ফুটবল খেলা ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি দেবহাটায় আয়োজিত অর্ধলক্ষ টাকার নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে জয়ী হয়েছেন রাজশাহীর নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়রা। রোববার বিকালে উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউলস্না কলেজ মাঠে এ নারী ফুটবল ম্যাচের আয়োজন করে উদয়ন সংঘ। সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশার আলো'র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ, মাদক, মানব পাচার প্রতিরোধে সোমবার জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার কার্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, জাতীয় মহিলা সংস্থার ট্রেনার বিলকিস বেগমসহ সূধীজন প্রমুখ। মাসিক সভা ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, প্রকৌশলী কাজী মাহমুদউলস্নাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলম রেজাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলা পরিষদের উদ্যোগে রোববার সদর উপজেলা পরিষদের ৮তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থাকেন সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি থাকেন পলস্নী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে এম ফজলুল হক, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা। পুরস্কার বিতরণ ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম তা'লীমুল কোরআন ইসলামিয়া মহিলা মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন জেঠাগ্রাম হাফেজিয়া নুরানীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ হুসাইন আহমেদ খান। দাতা সদস্য হাজী শেখ মোহাম্মদ তজু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জসিম রাজা চৌধুরী, মাওলানা মহিউদ্দিন খান, হাজী আবেদুর রহমান, হাজী হাবিবুর রহমান মাস্টার, দারু মিয়া চৌধুরী, শেখ আহাদ মিয়া, শেখ আজদু মিয়া প্রমুখ। জয়িতা সম্মাননা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেয়েছেন দিপ্তী রহমান। রোববার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। পুরস্কার বিতরণ ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় কাফকো স্কুল এন্ড কলেজের বার্ষিক আন্তঃ হাউস ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ সোমবার সকালে কাফকো কলোনী মাঠে উপাধ্যক্ষ সমীরণ চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুলস্নাহ ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিএম এডমিন, কাফকো, এস এম আলমগীর রহমান, কাফকে সিবিএ'র সেক্রেটারি খাইরুল ইসলাম। বিচারিক দায়িত্ব পালন করেন মাঈন উদ্দিন জাহেদ, আখতার হোসাইন, আনোয়ারুল আজিম ও মাহিদুল হোসাইন। ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন কাজী মাজহারুল আনোয়ার। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় তিন হাউসে বিভক্ত ছাত্রছাত্রীরা মোট ৪৪টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে বালক-বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সোমবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন কাজল'র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম। সেমিনার অনুষ্ঠিত ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. নেশারুল হক, টিটিসি গাইবান্ধার অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপস্নব, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক। আইনশৃঙ্খলা সভা ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোলস্না, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান সজল।