কুয়াকাটা সৈকতে মদ খেয়ে মাতলামি ৩ শিক্ষার্থী গ্রেপ্তার
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতি ও মারপিটের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মহিপুর থানায় তাদের নামে মামলা হয়েছে।
শনিবার রাত ৮টায় কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে তাদের গ্রেপ্তার করে কুয়াকাটা টুরিস্ট পুলিশ?
গ্রেপ্তারকৃতরা হলেন- এবিএম মুশফিকুর রহমান সজল (২৭), থানা-মোহাম্মাদপুর, জেলা-মাগুরা? আমিনুল ইসলাম মুন্না (২৭) থানা-কোতোয়ালি, জেলা-বরিশাল? ফাহিম হোসেন (২৪) থানা-কোতোয়ালি, জেলা-বরিশাল।
গ্রেপ্তারকৃত তিনজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? এবিএম মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী? তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী? তার নামে এর আগে দুটি মামলা রয়েছে? ফাহিম হোসেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আমিনুল ইসলাম মুন্নাও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।