শীতার্তদের উপহার
\হফেনী প্রতিনিধি
ফেনীর শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফেনী জেলা শাখার শিশু সদস্যরা। ইয়েস বাংলাদেশ ফেনীর সহযোগিতায় অর্ধশতাধিক শিশু ও শহরের বিভিন্ন শ্রমজীবী, রিকশাচালক এবং অসহায় দুস্থদের কম্বল উপহার দেওয়া হয়। শুক্রবার বিকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এনসিটিএফ ফেনীর সভাপতি ফারজানা আহমেদ অহনার সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ ফেনীর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন- অ্যাডভোকেট রাশেদ মাযহার, প্রবীণ সাংবাদিক আবু তাহের ভুঞা, শাহজালাল ভুঁইয়া ও নাজমুল হক শামীম।
সভা অনুষ্ঠিত
ম বাগেরহাট প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় জেলার মানুষের নানা সমস্যা ও উত্তরণের লক্ষ্য নিয়ে বাগেরহাট জেলার জলবায়ু অধিপরামর্শ ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের খারদ্বার উদয়ন বাংলাদেশ সংস্থার কার্যালয়ে ফোরামের সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফা খানমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- লিডার্সের প্রোগ্রাম অফিসার তমালিকা মলিস্নক। আলোচনায় অংশ নেন- ফোরামের সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, সংবাদকর্মী আলী আকবর টুটুল, ইসরাত জাহান, আজাদুল হক প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্না জেলার দাউদকান্দি উপজেলার গোয়ামারী ইউনিয়নের জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহের নিগার ও সুহেল রানা পরিচালনায় বক্তব্য রাখেন- জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা ভূইয়ার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক রহিমা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজির হোসেন সরদার, জনাব মঞ্জুরুল আলম, মাহমুদা ভূইয়া প্রমুখ।
সহায়তা প্রদান
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
রোটারি ক্লাব অব ঢাকা অবনীরের আয়োজনে রোটারি ক্লাবের যৌথ সহযোগিতায় সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীকে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন, ভ্যান গাড়ি, শিক্ষা উপকরণ এবং ঢাকা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব ঢাকা অবনীর সভাপতি মো. আব্দুল ওয়াজেদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি মাহমুদুল হাসান, রোটারিয়ান মো. নাসির উদ্দিন, ঢাকা ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান ও অধ্যক্ষ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে মাধ্যমিক শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি কুলাউড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সফিউল আলম চৌধুরী নাদেল এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি থাকেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, শিক্ষক এনামুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক আহমেদ প্রমুখ।
শীতার্তদের সহায়তা
ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে চট্টগ্রামের হাটহাজারীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। রোববার পৌর আওয়ামী লীগ নেতা সোলায়মান সওদাগরের সভাপতিত্বে ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি থাকেন- বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে ছিলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক সৈয়দ নুরুল আলম, শ্রমিকলীগ সভাপতি উদয় সেন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে শিকড় ক্লাবের উদ্যোগে ৫০ জন হতদরিদ্র গরিব দুঃখীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে পিতলগঞ্জ বাজার মাঠে প্রধান অতিথি ছিলেন- পিতলগঞ্জ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- শিকড় ক্লাবের প্রধান উপদেষ্টা আবুল খায়ের, নুরুন্নবী ফকির বাচ্চু, আব্দুল কাদির শেখ মো., আফাজ উদ্দিন, নাজমুল আলম পলাশ, এসএম মিজানুর রহমান মামুন প্রমুখ।
হেরোইন উদ্ধার
ম রাজশাহী অফিস
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি গরুর খামারবাড়ি থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় খামারের মালিক ফরিদুল ইসলাম (২৭) ও খামারের কেয়ারটেকার সোহেল রানার (৩২) নামে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হেরোইন উদ্ধারের বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, (ডিএসবি) রফিকুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা, জেলা গোয়েন্দা বিভাগের ওসি আব্দুল হাই ও গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন।
চেক বিতরণ
ম গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার পিকে বিশ্বাস রোডস্থ স্টেশন ক্লাব কার্যালয়ে অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়াল। এ সময় ছিলেন সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মো. মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মো. খায়রুজ্জামান দুদু, যুগ্ম কোষাধ্যক্ষ মো. হারুন অর রশিদসহ সংগঠনের নেতারা।
কম্বল বিতরণ
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কাজিপুরের হাটশিরা বাজারে মরহুম আলহাজ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার শতাধিক দুস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার বিকালে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সদস্য হাটশিরা গ্রামের ওসমান গনি মাস্টার, চালিতা ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোনজু তরফদার, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, ছাত্রলীগ নেতা শাহিন আলম, ওয়ার্ড সভাপতি হোসেন আলী, সম্পাদক আব্দুর কাদের, রোকনুজ্জামান ফজলু সরকার, সেলিম সরকার উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
'তুমিই ৯৯, তুমিই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান' শীর্ষক এক মতবিনিময় সভা কক্সবাজারে উখিয়া প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ৯৯ ব্যাচ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতি করেন মোহাম্মদ ইসহাক। এম ফয়সাল সিকদার টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, মোহাম্মদ রফিক উদ্দিন, নুরু জ্জামান বাক্কা, মোহাম্মদ হোসেন, শেখ জাহাঙ্গীর হাসান মানিক, মোহাম্মদ হানিফ, মোশারফ হোসাইন, মীর কাশেম প্রমুখ।
শীতার্তদের উপহার
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ও দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে দুপচাঁচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে একটি চাতালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম রিপন, ৯৫ ব্যাচের উপদেষ্টা অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, পৌর কাউন্সিলর ও ৯৫ ব্যাচের সদস্য আব্দুস সালাম আলম, ব্যাচের সভাপতি এমডি শিমুল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সদস্য ফাইজুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম খান রাজুসহ অন্যান্য সদস্য।
মতবিনিময় সভা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক চলমান কর্মসূচি স্মার্ট বাংলাদেশ গঠন এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সেবা প্রদানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাজমুল হক মতবিনিময় করেন। রোববার উপজেলা কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. নাছির উদ্দিন মাস্টারের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে মো. নাছির উদ্দিন মাস্টারের বাস ভবনে সাবেক ইউপি সদস্য মো. নরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মো. বেলালুর রহমান মাস্টারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম হাসনাইন রাসেল। বিশেষ অতিথি ছিলেন আলহাজ মো. মাহফুজুল ইসলাম, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. ময়নুল হক প্রমুখ।