গাইবান্ধায় ক্ষেতমজুর কৃষক সংগঠনের সমাবেশ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ ক্ষেতমজুর কৃষক সংগঠন গাইবান্ধা সদর শাখার উদ্যোগে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ উপলক্ষে সংগঠনের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন মাহবুবর রহমান খোকা। বক্তারা বলেন, 'বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। অথচ সেই কৃষি এবং কৃষক বিপর্যস্ত। কৃষি ও কৃষককে রক্ষা করতে সরকারের কোনো ভূমিকাই দৃশ্যমান নেই।' এই ব্যবস্থাকে রক্ষা করতে হলে কৃষকদের অধিকার ও জীবনের সংকট নিয়ে শক্তিশালী গণআন্দোলনের দাবি জানান তারা। সমাবেশ শেষে গোলাম সাদেক লেবুকে সভাপতি ও মাহবুবর রহমান খোকাকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।