স্মৃতিকাতর হয়ে কেউ কেউ আনন্দে কেঁদেছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন। যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীর মিলনমেলায় অংশগ্রহণকারীরা শনিবার সারাদিন ভেসে বেড়িয়েছেন স্মৃতির ভেলায়। স্কুলের ১৮৬ বছর উদযাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনীকে তারা প্রাণের মেলা হিসেবে আখ্যা দিয়েছেন। দিনভর স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।
পুনর্মিলনীর প্রথম দিন শুক্রবার বিকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর দ্বিতীয় দিন শনিবার জনপ্রিয় ব্যান্ড মাইলস সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দুই দিনের মিলন মেলা শেষ হয়। নবীন-প্রবীণ এক প্রাণ- স্স্নোগান সামনে রেখে পুনর্মিলনী যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, অধ্যাপক, চিকিৎসক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ অতিথিরা ১৮৬টি বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।