চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, 'নির্বাচনের সময়ে জনগণকে কথা দিয়েছিলাম, নির্বাচিত হলে ফরিদগঞ্জকে স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। এজন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সৎ, অনিয়ম ও দুর্নীতি মুক্ত থেকে সরকারের কাজে সহযোগিতা করতে হবে। রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলাবিষয়ক সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখছেন, তার বাস্তবায়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মাদকের ছোবল থেকে সমাজকে মুক্ত করার সঙ্গে সঙ্গে অপরাধ শূন্য পর্যায়ে নিয়ে আসতে পারলেই দ্রম্নত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হব।'
উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ওসি সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক প্রমুখ।