শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সাজাপ্রাপ্ত হাজতির মৃতু্য

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সাজাপ্রাপ্ত হাজতির মৃতু্য

ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সত্য চন্দ্র শীল (৫৪) নামে এক হাজতির মৃতু্য হয়েছে। রোববার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইনস্টিটিউটের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃতু্য হয়। নিহত হাজতি নাগেশ্বরী থানার কবিরের ভিটা এলাকার মৃত সতিশ চন্দ্র শীলের ছেলে। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হত্যা মামলার আসামি ছিলেন।

সিনিয়র জেল সুপার আরও জানান, 'হাজতি সত্য চন্দ্র শীলের মামলা নম্বর-১৫ (১) ২৪। শ্বাসনালীসহ শরীরের ৩২ শতাংশ দগ্ধ থাকায় শনিবার তাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর সরাসরি তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে রংপুর থেকে আগত বন্দি কীভাবে দগ্ধ হয়েছেন সেটা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে