তিন পণ্যের ট্যাক্স কমানো হবে :বাণিজ্য প্রতিমন্ত্রী
প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
দেলদুয়ার ও নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
তিন পণ্যের ট্যাক্স কমানো হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি পেয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তেল, চিনি ও খেজুর এ তিনটি পণ্যের ট্যাক্স কমানোর ঘোষণা দিয়েছে। এতে আরও সাশ্রয়ী মূল্যে ভোক্তা তিনটি পণ্য কিনতে পারবে।
টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অংশ তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বড় নিয়ামক হিসেবে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী রমজান বা রমজানের পরও তিন মাসের প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, আটা, চিনি, তেল যথেষ্ট পরিমাণে মজুদ আছে। সেগুলো বাজার মনিটরিং ব্যবস্থার মাধ্যমে যৌক্তিক মূল্যে ভোক্তার কাছে পৌঁছাতে হবে। আর সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভীনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক, সহসভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।
অন্যদিকে এর আগে একই দিন দুপুরে জেলার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ সময় তিনি বলেছেন, টিসিবি কার্ডের মাধ্যমে আসন্ন রমজান মাসে এক কোটি পরিবারকে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। শুধু রমজান মাসেই নয়, বছরের বার মাসই সাধারণ মানুষের মধ্যে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবারহ করা হবে।
মন্ত্রী আরও বলন, পণ্যের সরবারহ যদি পর্যাপ্ত থাকে, তবে কোনো সিন্ডিকেট খাদ্যপণ্য মজুদ করতে পারবে না। এ বিষয়ে পণ্য সরবরাহকারীদের সঙ্গে আমাদের একাধিক বৈঠকে কথা হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগে দেশের বাজার ব্যবস্থায় অবশ্যই পরিবর্তন আনা হবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে নিত্যপণ্য। আমাদের নির্বাচনী ইশতেহারে প্রথমেই ছিল দ্রব্যমূল্যকে যৌক্তিক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখা। আমরা সেটা বাস্তবায়ন করব।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ, সন্ধানী লাইফ ইনসু্যরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসানুল কবীর মুকুল, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক প্রমুখ।