রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নানা রঙের বাহারি ফুলে সেজেছে চৌহালী কলেজ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
নানা রঙের বাহারি ফুলে সেজেছে চৌহালী কলেজ

শীতকাল এলেই চৌহালী সরকারি কলেজ রঙবেরঙের ফুলের দেখা মেলে। এবারও বাহারি আর নয়নাভিরাম সব ফুলে ছেঁয়ে যায় গোটা কলেজ ক্যাম্পাস। প্রতি বছরের ন্যায় এ বছরও চৌহালী সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, উপজেলা প্রশাসনের কার্যালয়, কলেজের ভেতরে গাঁদা, গোলাপ, রঙ্গন, ডালিয়া, জবাসহ অন্তত দশ প্রজাতির ফুল ফুটেছে। দূর থেকে দেখলে মনে হবে যেন মাটিতে ফুলের গালিচা বিছানো হয়েছে। আর ফুল থেকে ফুলে উড়ে বেড়াচ্ছে নানা রংয়ের প্রজাপতি।

শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের বাগান। ক্লাস-পরীক্ষার ক্লান্তি দূর করতে কিংবা অবসর সময় কাটানোর জন্য শিক্ষার্থীরা ফুলের বাগানে আসেন। ফুলের সুবাসে মাতোয়ারা হয়ে আড্ডা, গান-গল্পে মেতে ওঠেন তারা। কখনো বা আবার দূরদুরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন শীতকালীন ফুলের সৌন্দর্য উপভোগ করতে। কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক কলেজের সৌন্দর্যবর্ধন তথা অফিসারদের কথা চিন্তা করে বাহ্যিক এবং প্রাকৃতিক পরিবেশ আরও সমৃদ্ধ করার ভাবনা রয়েছে। শুধু পড়াশোনার জন্যই নয়, এই পরিবেশে এসে কর্মকর্তা-কর্মচারীরা যেন বিভিন্নভাবে নিজেদের সমৃদ্ধ করতে পারেন, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে