সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
কম্বল বিতরণ
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যমুনা গ্রম্নপের আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি'র সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের বাসভবন থেকে শুক্রবার যমুনা গ্রম্নপের এডমিন মাসুদ করিমের ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় মধ্যপাড়া ইউনিয়ন ও মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্যরা কম্বল বিতরণে সহযোগিতা করেন।
নির্বাচন অনুষ্ঠিত
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর চৌকি আদালতে গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট আ.ই.মু ইসমাইল শাকের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ তৌহিদ ফাত্তাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর ছাত্তার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মুহাম্মদ আজিজ খান সাব্বির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট আতিক হাসান, অ্যাডভোকেট রিয়াজ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোস্তুফা রাকিব হাসান খান ভুলন ও ইমাম উদ্দিন।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য অধিদপ্তরের সাস্টটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা হলরুমে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, জেলা উপ-প্রকল্প পরিচালক ফারহানা লাভলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
কমিটি গঠন
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় ম. নূরুল ইসলামকে সভাপতি ও মশিউর রহমান কাউসারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার হাতেম আলী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিভাবে এ কমিটি ঘোষণা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ম. নুরুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. রইছ উদ্দিন সঞ্চালনা করেন। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মো. রইছ উদ্দিন, মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান।
সংবর্ধনা প্রদান
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলার কর্মরত সব সাংবাদিকের আয়োজনে বৃহস্পতিবার রাত ৮টায় আত্রাই মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে নবনির্বাচিত নওগাঁ-৬ আসনের স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক কাজী রহমান, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. আবুহেনা মোস্তফা কামাল।
শীতবস্ত্র বিতরণ
ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মধ্যে অম্বেশন বস্নাড ব্যাংকের আয়োজনে ৫৫০ জন অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন রোগে আক্রান্ত ১০০০ জন রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ। শুক্রবার বেলগাছা ঘোনাপাড়া স. প্রা. বিদ্যালয় মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানশাহ সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।
কর্মশালা অনুষ্ঠিত
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আধুনিক প্রযুক্তিতে ধান, আলু ও সরিষা চাষে আরও লাভজনকভাবে চাষাবাদ করার লক্ষ্যে বিভিন্ন এলাকার আদর্শ কৃষকদের নিয়ে কৃষিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডুগডুগীহাট এসিআই ফার্টিলাইজারের পরিবেশক মো. শফিকুল ইসলামের আয়োজনে ডুগডুগীহাট কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. এহসানুল হক পলাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, এসিআই ফার্টিলাইজারের প্রোডাক্ট ম্যানেজার মো. রাসেল মাহমুদ, জোনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের দিকনির্দেশনায় সারা জেলায় অসহায় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে ২০০ জন অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।
কর্মশালা অনুষ্ঠিত
ম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয় স্বাস্থ্য কমপেস্নক্সে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশের আয়োজনে টি এইচ ও ডাক্তার মোমেনা পারভীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় জোনের প্রোগ্রাম অফিসার খন্দকার এহসানুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ফিল্ড মনিটরিং এ্যাসিস্ট্যান্ট তফিকুল ইসলাম, এইচ আই ইনচার্জ আবু সাইদ প্রমুখ।
শীতবস্ত্র প্রদান
ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তীব্র শীতের মধ্যে ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষেরা শীত নিবারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুলস্নাহ শীতার্ত এসব মানুষের কাছে ছুটে গিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন। বৃহস্পতিবার বিকালে দরিদ্র শীতার্ত মানুষ হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এছাড়া গত কয়েকদিনে ইউএনও মো. ওবায়দুলস্নাহ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী, রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া হাসানপুর, বোয়ালিয়া ইউনিয়নের সরিশাডুলি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া ছিন্নমূল অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান তার সঙ্গে ছিলেন।
উপহার প্রদান
ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপরের রাজৈরে 'টিম পজিটিভ বাংলাদেশ'-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে ৫শ' শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবা আশ্রম মাঠে 'টিম পজিটিভ বাংলাদেশ'-এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী উপহারগুলো তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন মুন্সী, বর্তমান সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সবুজ আকন ও সাংগঠনিক সম্পাদক কবির সরদারসহ স্থানীয় নেতাকর্মী।
প্রতিশ্রম্নতি প্রদান
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি নির্বাচনের আগে প্রতিশ্রম্নতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে বাঁশখালী প্রধান সড়ক চার লেন করা হবে। সেই প্রতিশ্রম্নতি বাস্তবায়নের অংশ হিসেবে তিনি বাঁশখালী প্রধান সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন। জানা যায়, প্রথম দফায় বাঁশখালী প্রধান সড়ককে আপাতত (দুই লেন) করা হবে। দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া হওয়ার কারণে ব্যস্ততম এই সড়ক ডাবল করার পরই চার লেনে উন্নীত করা হবে। আগামী চার ফেব্রম্নয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক, পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উলস্নাহ নূরী বাঁশখালী প্রধান সড়ক পরিদর্শনে আসার কথা রয়েছে।
পরীক্ষা অনুষ্ঠিত
ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
\হরাজবাড়ীর পাংশা শহরের সুনামধন্য কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান নোভা কম্পিউটারের অধীনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। শুক্রবার পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় ভেনু্যতে পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম দায়িত্ব পালন করেন। কেন্দ্রসচিব নোভা কম্পিটারের স্বত্বাধিকারী অমিত কুমার বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীরা যেন ভালো কিছু করতে পারে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা সব নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি, পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।
কবর জিয়ারত
ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। শুক্রবার সকালে উপজেলার বড়তারা ইউনিয়নের তারাকুল গ্রামে মরহুম জননেতা আব্দুল মোমিন মন্ডলের কবর জিয়ারত করা হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোলস্না, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসব
ম ঝিনাইদহ প্রতিনিধি
'সবাই মিলে পিঠা খায়, আনন্দ উৎসবে মন রাঙায়' সেস্নাগান নিয়ে আমেনা খাতুন কলেজে বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক পিঠা উৎসব পালিত হয়। কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামানের তত্ত্বাবধানে ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ মিল্টন এই পিঠা মেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল। বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ
ম পঞ্চগড় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের '৮৫তম ব্যাচের প্রেসিডেন্ট এএনএম ওয়াহিদুজ্জামান এবং সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ৬শ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফরহাদ আহমেদ, সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ সদস্যগণ।
মসজিদ পরিদর্শন
ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ঈদগাহ জামে মসজিদ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন এমপি। শুক্রবার সকালে তার ভগ্নিপতির অর্থায়নে এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের তত্ত্বাবধানে নির্মিত ১৫ হাজার স্কয়ার ফিটের আধুনিক দৃষ্টিনন্দন মসজিদটি পরিদর্শনে যান তিনি। এছাড়া অন্যান্যেদের মাঝে উপস্থিত ছিলেন চিফ হুইপ লিটন চৌধুরীর বোন, ভগ্নিপতিসহ পরিবারের সদস্যবর্গ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
মতবিনিময় সভা
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকারের সঙ্গে রাজারহাট উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভা কক্ষে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মো. হামিদুল হক খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসিল্যান্ড এবি এম আরিফুল হক, ওসি মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
মৃতু্যবার্ষিকী পালিত
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মারুফ বিন হাবিবের চতুর্থ মৃতু্যবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকালে উলস্নাপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম।
মতবিনিময় সভা
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
তুমিই ৯৯, তুমিই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শীর্ষক এক মতবিনিময় সভা কক্সবাজারে উখিয়া প্রেস ক্লাব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ৯৯ ব্যাচ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসহাক। এম ফয়সাল সিকদার টিটু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি, মোহাম্মদ রফিক উদ্দিন, নুরুজ্জামান বাক্কা, মোহাম্মদ হোসেন, শেখ জাহাঙ্গীর হাসান মানিক, মোহাম্মদ হানিফ, মোশারফ হোসাইন, মীর কাশেম প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত ২ দিনব্যাপী ৫৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ শেষ হয়েছে। বুধবার সকালে শুরু হওয়া এ মেলার বৃহস্পতিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। পার্বতীপুর উপজেলা শহরের জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার প্রমুখ।